ICC World Cup 2019: ম্যাঞ্চেস্টারে মাইলস্টোন মাহির! উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে একটানা ৩৫০ম্যাচ খেলার নজির এমএসডি-র
চলতি বিশ্বকাপে অবশ্য সদ্য ৩৮-এ পা দেওয়া ধোনিকে নিয়ে সমালোচনাই বেশি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবারের ম্যাঞ্চেস্টারে ভারত-নিউ জিল্যান্ড বিশ্বকাপের সেমি-ফাইনালে আলোচনার কেন্দ্রে অবশ্যই রোহিত-কোহলি-বুমরাহ। সে যেই থাকুন কেন সংবাদ শিরোনামে সেই মহেন্দ্র সিং ধোনি। ম্যাঞ্চেস্টারে মাইলস্টোন মাহির! উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ৩৫০টি একদিনের ম্যাচ খেলার নজির গড়লেন এমএসডি।
সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এবং বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে ৩৫০টি একদিনের ম্যাচ খেলার নজির গড়লেন ধোনি। সচিন ৪৬৩টি একদিনের ম্যাচ খেলেছিলেন। টিম ইন্ডিয়ার হয়ে ধোনি ৩৪৭টি ম্যাচ আর এশিয়া একাদশের হয়ে ৩টি একদিনের ম্যাচ খেলেছেন। শুধু তাই নয়, একনাগাড়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ৩৫০টি ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন ধোনি। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এতগুলো ম্যাচ কেউ খেলেননি। কারণ, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৪০৪টি একদিনের ম্যাচ খেললেও তার মধ্যে ৩৬০টি ম্যাচ উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। কিন্তু একটানা নয়। কারণ ৪৪টি একদিনের ম্যাচে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেও খেলেছেন সাঙ্গাকারা। এই ৩৫০টি ম্যাচের মধ্যে ২০০টি টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছেন ধোনি।
আরও পড়ুন - প্রেমে পড়েছেন জসপ্রিত বুমরা! দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে বাড়ছে ঘনিষ্ঠতা
চলতি বিশ্বকাপে অবশ্য সদ্য ৩৮-এ পা দেওয়া ধোনিকে নিয়ে সমালোচনাই বেশি হয়েছে। স্লো ব্যাটিং নিয়ে সমালোচনায় বিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। মাহিকে ক্রিকেট ছেড়ে বানপ্রস্থে যাওয়ার কথাও বলেছেন কেউ কেউ। আসলে এবারের বিশ্বকাপে ধোনির ব্যাট থেকে এসেছে মাত্র ২২৩ রান।