নিজস্ব প্রতিবেদন: রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি ইংল্যান্ড এবং বেলজিয়াম। গ্রুপ পর্যায়ের ম্যাচে বেলজিয়ামের কাছে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। লুকাকুদের হারিয়ে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ জেনি লিনগার্ডদের। এরই পাশাপাশি গোলের সংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুট জয়ের লক্ষ্যে আরও এগিয়ে যাওয়ার সুযোগ হ্যারি কেনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বকাপ জয়ের আশা শেষ। এবার সম্মান রক্ষার লড়াই। সেই সম্মান রক্ষার লড়াইয়ে মুখোমুখি বেলজিয়াম এবং ইংল্যান্ড। তৃতীয়স্থানের লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ২ দল।


আরও পড়ুন- নেমার কেন 'অভিনয়' করেন, জানালেন রোনাল্ডো


সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল বেলজিয়ামকে। অন্যদিকে ক্রোয়শিয়ার কাছে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার তৃতীয়স্থানের জন্য খেলতে হচ্ছে বেলজিয়ামকে। এর আগে ১৯৮৬ সালে তৃতীয় স্থানাধিকারী ম্যাচে ফ্রান্সের কাছে হারতে হয়েছিল। এবছর ইংল্যান্ডকে হারিয়ে অন্তত পক্ষে সান্ত্বনা হিসেবে তৃতীয়স্থান পেয়ে বাড়ি ফিরতে চাইছে রবার্টো মার্টিনেজের দল।


চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল বেলজিয়াম। দলের ফুটবলারদের দাবি ফের একবার ইংল্যান্ডকে হারাতে পারবেন তাঁরা। একই সঙ্গে জন্মদিনের উপহার হিসাবে কোচ রবার্টো মার্টিনেজের হাতে ব্রোঞ্জ পদক তুলে দিতে চান ইডেন হাজার্ডরা।


আরও পড়ুন- রোনাল্ডোর জন্য মন খারাপ মদ্রিচের!


শুক্রবার ৪৫-এ পা দিলেন মার্টিনেজ। অন্যদিকে গ্রুপ পর্যায়ে ম্যাচ হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থ্রি লায়ন্সরা। এর আগে ১৯৯০ সালে ইতালির কাছে তৃতীয় স্থানের ম্যাচ হেরেছিল ইংল্যান্ড। তৃতীয় স্থানাধিকারী ম্যাচ হলেও ২ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখছেন বিশেষজ্ঞরা। ফলে কোনও দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এই ম্যাচে সবার নজর থাকবে রোমেলু লুকাকু এবং হ্যারি কেনের দিকে। দুজনেই গোল্ডেন বুটের জয়ের দৌড়ে রয়েছেন। বিশ্বকাপে ইতিমধ্যেই হ্যারি কেনের ৬ গোল করা হয়ে গেছে। অন্যদিকে ৪ গোল করেছেন লুকাকু। এবার দেখার বিষয় কোন ফুটবলারের হাতে উঠবে গোল্ডেন বুট পুরস্কার।


আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের হিরো হতে পারেন গ্রিজম্যান!