বিশ্বকাপ ড্র ২০১৮ : সহজ গ্রুপে রাশিয়া, আর্জেন্টিনা ও ব্রাজিল
২০১৮-র ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে রাশিয়ায়। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হল বিশ্বকাপের ড্র। এই বিশ্বকাপে মোট ৩২টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে রয়েছে ৮টি করে দল।
নিজস্ব প্রতিবেদন: ২০১৮-র ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে রাশিয়ায়। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হল বিশ্বকাপের ড্র। এই বিশ্বকাপে মোট ৩২টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে রয়েছে ৮টি করে দল।
এবারের বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয় তুলনামূলক সহজ গ্রুপেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশির গ্রুপে রয়েছে মিসর, উরুগুয়ে ও সৌদি আরব। এদিকে রাশিয়ার বিশ্বকাপের মূলপর্বে স্বস্তিতে লিওনেল মেসি। তবে অস্বস্তি বাড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। স্পেনকে এড়াতে চেয়েছিলেন মেসি।। গ্রুপ ড্রতে আর্জেন্টিনার গ্রুপে স্পেন না পড়লেও পর্তুগালের সঙ্গে একই গ্রুপে রয়েছে স্পেন। রোনাল্ডের থেকে তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
একনজরে দেখে নেওয়া যাক ২০১৮-র বিশ্বকাপের গ্রুপ বিন্যাস...
A রাশিয়া সৌদি আরব ইজিপ্ট উরুগুয়ে
B পর্তুগাল স্পেন মরক্কো ইরান
C ফ্রান্স অস্ট্রেলিয়া পেরু ডেনমার্ক
D আর্জেন্টিনা আইসল্যান্ড ক্রোয়েশিয়া নাইজেরিয়া
E ব্রাজিল সুইজারল্যান্ড কোস্টারিকা সার্বিয়া
F জার্মানি মেক্সিকো সুইডেন কোরিয়া
G বেলজিয়াম পানামা তিউনিসিয়া ইংল্যান্ড
H পোল্যান্ড সেনেগাল কলম্বিয়া জাপান