নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে শীতকালীন অলিম্পিক্স এবং প্যারাঅলিম্পিক্সের জন্য সোচির এই ফিস্ত স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। তখন অবশ্য স্টেডিয়ামটি ইনডোর হলেও বিশ্বকাপের জন্য ফিফার নিয়ম মেনে ওপেন-এয়ার স্টেডিয়াম তৈরি করা হয়েছে। রাশিয়া বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় স্টেডিয়াম হিসেবে ধরা হচ্ছে সোচির এই অলিম্পিক স্টেডিয়ামকে। স্টেডিয়ামের আসন সংখ্যা ৪৭,৬৫৯। গতবছর কনফেডারেশন্স কাপের অন্যতম ভেন্যু ছিল সোচির ফিস্ত স্টেডিয়াম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

# ফিস্ত স্টেডিয়াম, সোচি


* আসন সংখ্যা : ৪৭,৬৫৯


কোন কোন ম্যাচ রয়েছে ফিস্ত স্টেডিয়ামে 

 

@ গ্রুপ পর্ব :
 


পর্তুগাল বনাম স্পেন (গ্রুপ-বি)
বেলজিয়াম বনাম পানামা (গ্রুপ-জি)
জার্মানি বনাম সুইডেন (গ্রুপ-এফ)
অস্ট্রেলিয়া বনাম পেরু (গ্রুপ-সি)

@ নক আউট পর্ব : 
 


রাউন্ড অব সিক্সটিন
কোয়ার্টার ফাইনাল