নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপের প্রথম ২৬টা ম্যাচ ম্যাচ দেখেছেন দশ কোটি ভারতবাসী। তার মধ্যে অর্ধেক মহিলা। এক কোটি ৮০ লাখ মানুষ বিশ্বকাপের প্রথম ২৬টা ম্যাচ দেখেছেন অ্যাপে। রাশিয়া বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেল এমন তথ্য দিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাশিয়ায় বিশ্বকাপ! ঘুম ছুটেছে দেশের এই রাজ্যের বিদ্যুত্কর্মীদের


বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেল আরও জানিয়েছে, মোট দর্শক সংখ্যার ৪৫ শতাংশ পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তর-পূর্বাঞ্চলের চার রাজ্য ও মহারাষ্ট্রের। এই ৪৫ শতাংশের মধ্যে ১৪.৮ শতাংশ বাংলার ফুটবলপ্রেমী। তার পর কেরালা। ১৪.৪ শতাংশ দর্শক কেরালার। সম্প্রচারক সংস্থা জানাচ্ছে, অন্যবারের থেকে এবার বিশ্বকাপে মহিলা দর্শক সংখ্যা রেকর্ড করার মতো। 


আরও পড়ুন- মাঠে নয়, 'বিছানা'তেই চোট পেয়েছিলেন মার্সেলো


যদিও এক্ষেত্রে এখনও ক্রিকেটকে হারাতে পারেনি ফুটবল। গত এপ্রিলে আইপিএল শুরু হওয়ার পর প্রথম আটটা ম্যাচ দেখেছিলেন ২০ কোটি দর্শক। ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রে আঞ্চলিক ভাষার মধ্যে বাংলা, হিন্দি, মালায়ালম, তামিল, তেলেগু চ্যানেলগুলির দর্শকসংখ্যা সব থেকে বেশি।