এবার টেনিসেও ফিক্সিংয়ের ছায়া! সন্দেহের আওতায় ১৬ জন! রয়েছেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নও!
সদ্য বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়েছে। সেই সময়ে হঠাত্ই টেনিসের দুনিয়ায় কালো মেঘ। কারণ, ক্রিকেট, ফুটবলের পর এবার লন টেনিসেও ফিক্সিয়ের ছায়া।বিবিসির খবর এবং তথ্য অনুযায়ী প্রথম ৫০-এর মধ্যে থাকা অন্তত ১৬ জন টেনিস খেলোয়াড় গত দশকে ম্যাচ ছেড়েছেন ইচ্ছে করে! টেনিস ইন্টারগ্রিটি ইউনিট দাবি করেছে এই ১৬ জনের আটজন খেলোয়াড় এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও খেলছেন! এবং, এঁদের মধ্যে কেউ কেউ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন! যদিও বিবিসির পক্ষ থেকে এই সন্দেহজনক খেলোয়াড়দের কোনও নামপ্রকাশ করা হয়নি। এটিপি চেয়ারম্যান ক্রিস কারমোডে বলেছেন, `কোনও একটা বড় ইভেন্টের আগে এমন ধরনের খবর, খুবই হতাশজনক`।
ওয়েব ডেস্ক: সদ্য বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়েছে। সেই সময়ে হঠাত্ই টেনিসের দুনিয়ায় কালো মেঘ। কারণ, ক্রিকেট, ফুটবলের পর এবার লন টেনিসেও ফিক্সিয়ের ছায়া।বিবিসির খবর এবং তথ্য অনুযায়ী প্রথম ৫০-এর মধ্যে থাকা অন্তত ১৬ জন টেনিস খেলোয়াড় গত দশকে ম্যাচ ছেড়েছেন ইচ্ছে করে! টেনিস ইন্টারগ্রিটি ইউনিট দাবি করেছে এই ১৬ জনের আটজন খেলোয়াড় এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও খেলছেন! এবং, এঁদের মধ্যে কেউ কেউ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন! যদিও বিবিসির পক্ষ থেকে এই সন্দেহজনক খেলোয়াড়দের কোনও নামপ্রকাশ করা হয়নি। এটিপি চেয়ারম্যান ক্রিস কারমোডে বলেছেন, 'কোনও একটা বড় ইভেন্টের আগে এমন ধরনের খবর, খুবই হতাশজনক'।