ওয়েব ডেস্ক: পৃথিবীর ইতিহাসে ২০০ টেস্ট খেলা একমাত্র ব্যাটসম্যান সচিন রমেশ টেন্ডুলকর টেস্ট ক্রিকেটে 'প্রভাবশালী ব্যাটসম্যান' নন? 'দ্য ওয়াল', ভারতীয় ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ রাহুল দ্রাবিড় টেস্ট ক্রিকেটে 'প্রভাবশালী ব্যাটসম্যান' নন? বিশ্বের সর্বকালের সেরা ওপেনারদের মধ্যে অন্যতম সেরা বীরেন্দ্র সেওয়াগ টেস্ট ক্রিকেটে 'প্রভাবশালী ব্যাটসম্যান' নন? টেস্টে ম্যাচের দ্বিতীয় ইনিংসে যার ব্যাটিং গড় সারা পৃথিবীর কাছে 'ঈর্ষার', সেই 'কব্জি শিল্পের' কারিগর ভিভিএস লক্ষণ টেস্ট ক্রিকেটে 'প্রভাবশালী ব্যাটসম্যান' নন? এই প্রশ্নগুলো করা এই কারণেই, বিশ্বের দশ ক্রিকেটে 'প্রভাবশালী ব্যাটসম্যান'দের মধ্যে এই চার কিংবদন্তির একজনেরও নাম নেই! অবাক হওয়ার মতই।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একবার পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক- 


সচিন রমেশ তেন্ডুলকর: টেস্ট-২০০ ইনিংস-৩২৯ (অপরাজিত ৯০* ইনিংস) রান-১৫,৯২১ সর্বোচ্চ-২৪৮ শতরান-৫১ দ্বিশতরান-৬ অর্ধশতরান-৬৮


রাহুল দ্রাবিড়: টেস্ট-১৬৪ ইনিংস-২৮৬ (অপরাজিত ৩২* ইনিংস) রান-১৩,২৮৮ সর্বোচ্চ-২৭০ শতরান-৩৬ অর্ধশতরান-৬৩ 


ভিভিএস লক্ষণ: টেস্ট-১৩৪ ইনিংস-২২৫ (অপরাজিত ৩২* ইনিংস) রান-৮,৭৮১ সর্বোচ্চ-২৮১ শতরান-১৭ দ্বিশতরান-২ অর্ধশতরান-৫৬


বীরেন্দ্র সেওয়াগ: টেস্ট-১০৩ ইনিংস-১৮০ (অপরাজিত ৬* ইনিংস) রান-৮,৫৮৬ সর্বোচ্চ-৩১৯ শতরান-২৩ দ্বিশতরান-৬ অর্ধশতরান-৩২


কারা রয়েছেন তালিকায়?
ডোনাল্ড ব্র্যাডম্যান- অস্ট্রেলিয়া
পিটার মে- ইংল্যান্ড
এবি ডিভিলিয়ার্স- দক্ষিণ আফ্রিকা
গ্রেগ চ্যাপেল- অস্ট্রেলিয়া
ব্রায়ান লারা- ওয়েস্ট ইন্ডিজ
ইউনুস খান- পাকিস্তান
জ্যাক হবস- ইংল্যান্ড
ইনজামাম-উল-হক - পাকিস্তান
নীল হার্ভে- অস্ট্রেলিয়া
লেন হটন- ইংল্যান্ড 


এই তথ্য স্টার স্পোর্টসের। এবার নিজেই বিচার করুন!