নিজস্ব প্রতিবেদন: দুবাইয়ে স্কটল্যান্ড মুখোমুখি হচ্ছে ভারতের (IND vs SCO)। ক্রিকেটের অন্যতম 'মিনো' দেশ স্কটল্যান্ড। টি-২০ বিশ্বকাপে (T20 WC) তাবড় দেশের সঙ্গে খেলার অভিজ্ঞতাই তাদের কাছে সম্পদ হতে চলেছে বলে মনে করছেন স্কটিশ ক্যাপ্টেন কাইল কোটজার (Kyle Coetzer)।  প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে কোটজার বলছেন যে, বিরাট কোহলির (Virat Kohli) মতো ক্রিকেট অ্যাম্বাসডরের সঙ্গ পাওয়া তাঁর কাছে অনেক বড় প্রাপ্তি হতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোটজার বলেন, "বিরাট কোহলি বলুন বা কেন উইলিয়ামসন বা রশিদ খান, ওঁরা ক্রিকেটের অসাধারণ অ্যাম্বাসডর। আমরা চাই আমাদের ছেলেরা ওদের সঙ্গে কথা বলুক। এটাই শেখার সেরা রাস্তা। আগে আমাদের পাবে যাওয়ার সুযোগ ছিল। এখন তো আর সেসব নেই। আমাদের স্কোয়াড অভিজ্ঞতা থেকেই শিখবে। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড বা বাংলাদেশের মতো প্রথমসারির টিমের সঙ্গে আমাদের মতো ১২ নম্বরে থাকা টিমের খেলাটাই অনেক বড় ব্যাপার।"


আরও পড়ুন: T20 World Cup: ঠিক কোন কোন সমীকরণে শেষ চারে যেতে পারে ভারত?


ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন কোটজার। তিনি আরও বলেন,  "টসের সময় বিরাটের পাশে দাঁড়ানোটাই আমার কাছে বিশেষ মুহূর্ত হবে। ও খেলার আইডন। যেভাবে ও রান করে শেখার মতো। কেন উইলিয়ামসনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। কিন্তু বিরাটের সঙ্গে এখনও সে সুযোগ পাইনি। আমরা জানি বিরাটদের সঙ্গে খেলাটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। কিন্তু নিজেদের সেরাটাই উজাড় করে দেব। আমরা চাইব ম্যাচের পর কোহলিকে ড্রেসিংরুমে পেতে।" পাকিস্তান ম্যাচের পর বিরাট কোহলি যেভাব বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে বুকে টেনে, পিঠ চাপড়ে দিয়েছিলেন, তা নিয়ে আজও চর্চা হয়। সকলেই দেখেছেন যে, ভারতের 'স্পিরিট অফ ক্রিকেট' কোন পর্যায়!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)