WPL 2023: হরমনপ্রীত-স্মৃতিদের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাসকট কে? জেনে নিন
এবার পাঁচ দল নিয়ে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও ইউপি উইজার্ড। ম্যাসকটের পাশাপাশি বাজারে এসেছে নতুন থিম সং।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৪ মার্চ ইতিহাস গড়বে বিসিসিআই (BCCI)। কারণ সেই দিন থেকেই শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ (Womens Premire League 2023)। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) ফ্রাঞ্চাইজি লিগের জগতে পারফর্ম করতে দেখার অপেক্ষায় বসে আছে ক্রিকেট দুনিয়া। এরইমধ্যে বৃহস্পতিবার অর্থাৎ ২ মার্চ সামনে চলে এল উইমেন্স প্রিমিয়ার লিগের (Womens Premire League) ম্যাসকট। নারী শক্তির দিক তুলে ধরে এই বিশেষ ম্যাসকট তৈরি করা হয়েছে এই ম্যাসকট। নাম দেওয়া হয়েছে 'শক্তি' (Shakti)।
'শক্তি' নামক ম্যাসকটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বিসিসিআই-এর (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। তিনি লিখেছেন, 'এই তো সবে শুরু। এবার লড়াইয়ে নামছে শক্তি। মাঠে নামার জন্য একেবারে তৈরি শক্তি।'
এবার পাঁচ দল নিয়ে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও ইউপি উইজার্ড। ম্যাসকটের পাশাপাশি বাজারে এসেছে নতুন থিম সং।
৪ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের পর হবে প্রথম ম্যাচটিও হবে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে বিসিসিআই চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করতে চলেছে।
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে বিকেল চারটের সময়। উদ্বোধনী অনুষ্ঠানে তিন তারকার থাকার কথাও জানানো হয়েছে ডব্লুপিএলের সোশ্যাল মিডিয়া মারফত। বলিউড তারকা কৃতী শ্যানন, কিয়ারা আদবানির সঙ্গেই থাকবেন জনপ্রিয় গায়ক এপি ধীলোঁ।
আরও পড়ুন: Lionel Messi: একেবারে 'সোনার মন'! বিশ্বজয়ী আর্জেন্টিনা দলকে ৩৫টি সোনার আইফোন উপহার দিচ্ছেন মেসি
আরও পড়ুন: BGT 2023: উমেশ-অশ্বিনের দাপটে ১৯৭ রান গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, দারুণ কামব্যাক করল ভারত
জানা যাচ্ছে, কিয়ারা ও কৃতী বিভিন্ন জনপ্রিয় হিন্দি গানের তালে নৃত্য পরিবেশন করবেন। বিসিসিআইয়ের তরফে শঙ্কর মহাদেবনের নাম ঘোষণা করা হয়নি। তবে জল্পনা রয়েছে তিনিই ডব্লুপিএলের অ্যান্থেমটি গাইবেন। যদিও গায়ক হিসেবে একমাত্র এপি ধীলোঁর নাম উল্লেখ করেছে বিসিসিআই। তাই অ্যান্থেমটি তাঁকে দিয়েও গাওয়ানো হতে পারে। ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট অবধি চলতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল যখন এ দেশে খেলতে এসেছিল কয়েক মাস আগে, তখন হরমনপ্রীত কৌরদের সঙ্গে টি ২০ বিশ্বকাপজয়ীদের দ্বৈরথ দেখতে মুম্বইয়ের স্টেডিয়ামগুলিতে ভালোই দর্শক সমাগম হয়েছিল।
মহিলাদের প্রিমিয়ার লিগ ঘিরেও ভালোই আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পাঁচটি দলই মুম্বইয়ে অনুশীলন শুরু করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের মেন্টরের ভূমিকায় আবার রয়েছেন ঝুলন গোস্বামী। এই দলের অধিনায়ক ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। গুজরাত দলের মেন্টর হিসেবে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের তারকা বেথ মুনি নেতৃত্ব দেবেন গুজরাত জায়ান্টসকে।