Harmanpreet Kaur, WPL 2023: ম্যাকালামের স্মৃতি উসকে দিলেন মারকুটে হরমন, গুজরাতকে ১৪৩ রানে উড়িয়ে দিল মুম্বই
শনিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাত। বেথ মুনির সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। ইয়াস্তিকা ভাটিয়া দ্রুত ফিরলেও, মারমুখী মেজাজে রান তুলতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার হ্যালি ম্যাথুজ। তিনি ৩১ বলে ৪৭ রান করেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২০০৮ সালের ১৮ এপ্রিল ও ২০২৩ সালের ৪ মার্চ একেবারে একসুত্রে মিলে গেল। ১৫ বছর আগে ২০০৮ সালের আইপিএল-এর (IPL 2008) উদ্বোধনী ম্যাচ জমিয়ে দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে ৭৩ বলে ১৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। শনিবার গুজরাত জায়ান্টসের (Gujarat Giants Women) বিরুদ্ধে ঠিক সেভাবেই মারকুটে মেজাজে উইমেন্স প্রিমিয়ার (Womens Premire League 2023) লিগের সূচনা করলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর ৩০ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস মুহূর্তের মধ্যে ১৫ বছর আগের কথা মনে পড়িয়ে দিল। আর সেই চাপের মুখেই মাথানত করল গুজরাত। ফলে চলতি উইমেন্স প্রিমিয়ার লিগের (WIPL 2023) উদ্বোধনী ম্যাচে রানে ১৪৩ রানের বড় জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা (Mumbai Indians Women) দল। অবশ্য এই জয়ের বাংলার বাঁহাতি স্পিনার সাইকা ঈশাকেরও (Saika Ishaque) বড় অবদান রয়েছে। নিলেন ১১ রানে ৪ উইকেট।
শনিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাত। বেথ মুনির সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। ইয়াস্তিকা ভাটিয়া দ্রুত ফিরলেও, মারমুখী মেজাজে রান তুলতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার হ্যালি ম্যাথুজ। তিনি ৩১ বলে ৪৭ রান করেন। যদিও হ্যালি ম্যাথুজ ও ন্যাট ব্রান্টের উইকেট হারিয়ে একটা সময় ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই।
আরও পড়ুন: Virat Kohli: আগ্রাসী কোহলির অন্য দিক, ১১ বছরের পূজার লেখাপড়ার 'বিরাট' দায়িত্ব নিলেন
আরও পড়ুন: BGT 2023: আহমেদাবাদে কেমন পিচে খেলবে চাপে থাকা রোহিতের টিম ইন্ডিয়া? জেনে নিন
হরমনের ৬৫ রানের ইনিংস ১৪টি চার দিয়ে সাজানো ছিল। ভারতীয় দল ও মুম্বইয়ের অধিনায়ক ফিরলেও, পূজা বস্ত্রকারকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন কিউই ব্যাটার অ্যামেলিয়া কির। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে শেষ পর্যন্ত ২৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। পূজা করেন ৮ বলে ১৫। ফলে প্রথম ম্যাচেই দাপুটে মেজাজে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তুলে দেয়।
ফরম্যাট টি-টোয়েন্টি হলেও ২০৮ রান চেজ করা খুব সহজ নয়। এরমধ্যে ব্যাট করতে নেমে সুরুতেই বড় ধাক্কা খায় গুজরাত। অস্ট্রেলিয়ার তারকা ওপেনার বেথ মুনি চোট পেয়ে মাঠ ছাড়েন। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে দলের অধিনায়ক ও উইকেটকিপাএর আর মাঠেই নামতে পারলেন না। সেই ধাক্কা থেকে আর বেরোতেই পারেনি গুজরাত।
বিপক্ষের ব্যাটিংকে ভাঙার কাজ প্রথমে শুরু করেন ন্যাট ব্রান্ট। ব্যাটিংয়ের পর এবার বল হাতেও নজর কাড়লেন ইংল্যান্ডের অলরাউউন্ডার। তবে মুম্বইয়ের বোলিংকে সবচেয়ে বেশি ভরসা দিলেন বঙ্গ তনয়া সাইকা ঈশাক। দলের বোলিং কোচ ও মেন্টর ঝুলন গোস্বামী অনেক বছর ধরেই এই বাঁহাতি স্পিনারকে চেনেন। তাঁর জন্যই মুম্বই দলে এসেছেন কলকাতার ২৭ বছরের মেয়েটি। আর এত বড় প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলতে নেমেই মেন্টর ও অধিনায়কের ভরসার দাম দিলেন সাইকা। নিলেন ১১ রানে ৪ উইকেট। অ্যামেলিয়া কির নিয়েছেন ১২ রানে ২ উইকেট। আর তাই গুজরাতকে ৬৪ রানে শেষ করে ১৪৩ রানে ম্যাচ জিতে প্রতিযোগিতা শুরু করল হরমনপ্রীতের দল। ৬ মার্চ স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলা দলের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে মুম্বইয়ের এগারো জন লড়াকু প্রমীলা।