জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফিরতি ম্যাচেও গুজরাত জায়ান্টসকে (Gujarat Giants Women) হেলায় হারাল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians Women)। গত ৮ মার্চ ১৪৩ রানে গুজরাতকে হারিয়েছিল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। আর এবার একই বিপক্ষকে ৯ উইকেটে ১০৭ রানে অল আউট করে গুজরাতকে ৫৫ রানে হারাল মুম্বই। আর এই জয়ের সঙ্গে চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে (Womens Premire League 2023) পরপর পাঁচ ম্যাচে জিতে শীর্ষেই রয়ে গেল হরমনের প্রমীলা বাহিনী। সঙ্গে নক আউটেও চলে গেল মুম্বই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাতের বিরুদ্ধে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ৩০ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন হরমন। মঙ্গলবারও তাঁর ব্যাটের উপর ভর করেই ফের একবার একই বিপক্ষের বিরুদ্ধে বড় রান তুলে ম্যাচ জিতে নিল মুম্বই। ৩০ বলে ৫১ রান করলেন দলের অধিনায়ক। তাঁর অর্ধশতরানের ওপর নির্ভর করেই প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান বোর্ডে তুলে নেয়। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাতের অধিনায়ক স্নেহ রানা।  



আরও পড়ুন: Hardik Pandya: কবে টেস্টে কামব্যাক করবেন? বড় আপডেট দিলেন হার্দিক


আরও পড়ুন: Shreyas Iyer, IPL 2023: চোট পাওয়া শ্রেয়সের বদলে কেকেআর-এর সম্ভাব্য পাঁচ অধিনায়ক কে? ছবিতে দেখুন


প্রথমে ব্য়াট করতে এসে খাতা খোলার আগেই ফিরে যান হিলি ম্যাথিউজ। তবে অপর ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া ও ন্যাট স্ক্রিভার মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ইয়াস্তিকা ৪৪ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরে যান। ন্যাটও ৩৬ রান করেন। এরপর যদিও মিডল অর্ডারে নেমে হরমনপ্রীত দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেন। ৩০ বলে ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হরমনপ্রীত। ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান। গুজরাতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাশলে গার্ডনার। ১টি করে উইকেট পান কিন গার্থ, স্নেহ রানা ও তনুজা কানওয়ার।


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে গুজরাত। হারলিন দেওয়ল ও স্নেহ রানা ছাড়া আর কেউই ২০ রানের বেশি করতে পারেননি। হিলি ম্যাথুজ, অ্যামিলিয়া কির ও ন্যাট ব্রান্টের দুরন্ত বোলিংয়ের জন্য মাত্র রানে গুটিয়ে যায় গুজরাতের ইনিংস। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)