নিজস্ব প্রতিবেদন:  জাতীয় ক্রীড়া দিবসের আগের দিনই করোনায় আক্রান্ত হলেন কুস্তিগির ভিনেশ ফোগত। এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগির নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন। আপাতত সুস্থ আছেন বলে জানিয়েছেন ভিনেশ নিজেই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাতীয় ক্রীড়া দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার। ভার্চুয়াল সেই অনুষ্ঠানের আগে বাধ্যতামূলকভাবে পুরস্কার প্রাপকদের কোভিড টেস্ট করা হয়। আর সেখানেই ভিনেশ ফোগতের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে শনিবার ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তিনি। যদিও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার অঙ্গীকার ভিনেশের বক্তব্যে। এবছর রাজীব গান্ধী খেলরত্ন সম্মান পাচ্ছেন ভিনেশ ফোগত।


ভিনেশের পাশাপাশি ক্রিকেটার রোহিত শর্মা, কমনওয়েলথ গেমসে টেবিল টেনিস চ্যাম্পিয়ন মনিকা বাত্রা, প্যারা অলিম্পিকে সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল এবার রাজীব গান্ধী খেলরত্ন সম্মান পাচ্ছেন।


 


আরও পড়ুন - IPL-এর চূড়ান্ত সূচি কবে প্রকাশ করা হবে, দিনক্ষণ জানিয়ে দিল BCCI