ওয়েব ডেস্ক: টানটান উত্তেজনার ঝাড়খন্ড টেস্টে প্রশ্ন উঠে গেল কতটা মন দিয়ে দঙ্গল দেখেছেন ঋদ্ধিমান সাহা। দঙ্গলের মতই তিনি যে বিনা লড়াইয়ে অস্ট্রেলিয়াকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন তা এদিন বুঝিয়ে দিয়েছেন ঋদ্ধি। জাদেজার বল স্মিথের ব্যাটে লেগে দুপায়ের ফাঁকে আটকে গেছিল। উপস্থিত বুদ্ধির চূড়ান্ত নিদর্শন রেখে সেই বল তালুবন্দী করতে ঝাঁপান ভারতীয় উইকেটরক্ষক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কোহলির চোট গুরুতর নয়, আজ তিনি মাঠে নামতে পারবেন


স্মিথ চিত্পাত্ হয়ে পড়ে যাওয়ার পরেও দমেননি ঋদ্ধি। বল গ্লাভসবন্দী করে আউটের আপিল করেন। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে আম্পায়ার ডেড বল ঘোষণা করলে বিরত হন ঋদ্ধি। মাঠ জুড়ে তখন হাসির রোল।


আরও পড়ুন  'বিতর্ক আর কোহলি একে অন্যের পরিপূরক'