Wriddhiman Saha `আর না`! খেলুক KS Bharat, বলছেন ফ্যানরা
ঋদ্ধি বিগত ১৪ ইনিংসে ভারতের হয়ে ১৫৬ রান করেছেন ১৪.১৮-এর গড়ে।
নিজস্ব প্রতিবেদন: আবারও প্রশ্নের মুখে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ভারতীয় দলের বঙ্গজ উইকেটকিপার-ব্যাটারের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় ফ্যানরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে ব্যাট হাতে ফের হতাশ করলেন ঋদ্ধি। সাতে ব্যাট করতে নেমে ১২টি বল খেলে মাত্র ১ রান করে ঋদ্ধি ফিরলেন সাজঘরে। আর এরপরেই ঋদ্ধিকে নিয়ে উঠে এল অনেকের প্রশ্ন! ট্যুইটারাত্তিরা সাফ বলে দিচ্ছেন যে, এবার ভারতীয় দলের সময় এসেছে সামনের দিকে তাকানোর। ঋদ্ধিকে আর তাঁরা দলে দেখতে চাইছেন না। ফ্যানদের দাবি নির্বাচকরা এবার কেএস ভারতকে (KS Bharat) নিয়ে ভাবুন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রামে ঋষভ পন্থ (Rishabh Pant)। পন্থের অনুপস্থিতিতে ঋদ্ধির কাছে সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার। কিন্তু ঋদ্ধি প্রথম ইনিংসে পারেননি নিজেকে মেলে ধরতে। অন্ধ্রপ্রদেশের উইকেটকিপার-ব্যাটার কেএস ভারত দলে রয়েছেন ঋদ্ধিমানের ব্যাক-আপ হিসাবে। ফ্যানরা চাইছেন এবার কেএস ভারতকেই সুযোগ দেওয়া উচিত ভারতীয় টেস্ট দলে।
আরও পড়ুন: Kapil Dev: কলকাতায় কপিল, আলোচনায় Shreyas Iyer থেকে SCEB Vs ATKMB ডার্বি
ঋদ্ধি বিগত ১৪ ইনিংসে ভারতের হয়ে ১৫৬ রান করেছেন ১৪.১৮-এর গড়ে। তাঁর সর্বোচ্চ রান ২৯। এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, ঋদ্ধি ভারতের সেরা উইকেটকিপার। কিন্তু তাঁর ব্যাট কথা বলছে না। অন্যদিকে ভারত প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৮ ম্য়াচে ৪২৮৩ রান করেছেন। তাঁর গড় ৩৭.২৪। ৯টি শতরান ও ২৩টি অর্ধ-শতরান করেছেন তিনি। এখন দেখার দ্বিতীয় টেস্টেও টিম ম্যানেজমেন্ট ঋদ্ধির ওপর আস্থা রাখেন, নাকি তরুণ উইকেটকিপার-ব্যাটারের দরজা খুলে যায় জাতীয় দলে। অন্যদিকে কানপুরে প্রথমে ব্যাট করে অজিঙ্কা রাহানের ভারত শ্রেয়স আইয়ারের ব্য়াটে (১৭১ বলে ১০৫) ভর করে ৩৪৫ করেছে।