নিজস্ব প্রতিবেদন: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (WT20) ভারতীয় দলের (Team India) দৌড় কোথায় গিয়ে থামবে সেটা জানা নেই। তবে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নামার আগে চাপমুক্ত থাকার রসদ খুঁজে বের করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুক্রবার দুবাইতে বিচ ভলি খেলায় ব্যস্ত থাকল 'মেন ইন ব্লু' ব্রিগেড। বিসিসিআই-এর তরফ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। বোর্ডের টুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, 'ছুটির দিন টিম ইন্ডিয়া ভলিবল খেলতে ব্যস্ত।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শুরুটা মোটেও ভাল হয়নি। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে যায় ভারত। শুধু তাই নয়, নিউজিল্যান্ডও তাদের প্রথম ম্যাচে বাবর আজমদের বিরুদ্ধে হারের মুখ দেখেছিল। তাই টিম ইন্ডিয়াকে পরবর্তী ম্যাচ জিততেই হবে। 


আরও পড়ুন: WT20: কেমন হতে পারে New Zealand-এর বিরুদ্ধে Team India-র প্রথম একাদশ?


 



তাই বেশ চাপে কোহলি। হার্দিক পান্ডিয়ার পিঠের ব্যথা পুরো সারেনি। বোলিং করা তো দুরের কথা, প্রথম ম্যাচে ব্যাট হাতেও ব্যর্থ পান্ডিয়া। তবুও এই অলরাউন্ডারকে প্রথম একাদশে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। গত দুই দিন নেটে বোলিং করেছেন হার্দিক। ভুবনেশ্বর কুমার ছন্দ হারিয়েছেন। তাঁর জায়গায় শার্দূল ঠাকুরের খেলার সম্ভাবনা প্রবল। এ দিকে দুবাইয়ের মাঠে এই ম্যাচেও শিশির বড় ফ্যাক্টর হতে পারে। শিশিরের জন্য 'ফিঙ্গার স্পিনার'দের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে। তাই বরুণ চক্রবর্তীর জায়গায় 'রিষ্ট স্পিনার' রাহুল চাহারকে সুযোগ দিতে পারেন অধিনায়ক কোহলি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)