নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে একজন ব্যাটিংয়ের রাজা। আর একজন ক্ষুরধার অধিনায়ক। এহেন ক্রিস গেইল (Chris Gayle)ও মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)এ বার এক ফ্রেমে দেখা গেল। সোমবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে ভারত যখন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছিল, ঠিক সেই সময় পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এই দুটি ম্যাচের মাঝে দুই কিংবদন্তি এক ফ্রেমে ধরা দিলেন। সেই ছবি টুইটারে পোস্ট করেছে বিসিসিআই। বোর্ড টুইটারে লিখেছে,'এক ফ্রেমে দুই কিংবদন্তি। ধোনি ও গেইল। এক সারা জীবনে মনে রাখার মতো মুহূর্ত তৈরি হল।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WT20: কোন ফ্যাক্টরের উপর ভর করে দল সাজাবে Team India? জানালেন Ravi Shastri


 



টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20)সুপার টুয়েলভ শুরুর আগে প্রত্যেকেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে। গেইল এখনও বিশ্বকাপের দলে ক্রিকেটার হিসেবে থাকলেও ধোনির ভূমিকা পাল্টেছে। তিনি এখন বিরাট কোহলির দলের 'মেন্টর'। ফলে তাঁর আর মাঠে নামার সুযোগ নেই। তবে  ইউনিভার্স বস (Universe Boss)কিন্তু তাঁর শেষ বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে আছেন। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গেইল। তেমনই অন্যদিকে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর টিম ইন্ডিয়ার ঝুলিতে আইসিসি ট্রফি অধরা। তাই ট্রফির খরা মেটাতে এ বার টিম ইন্ডিয়ার সঙ্গে ধোনিকে জুড়ে দেওয়া হয়েছে।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)