নিজস্ব প্রতিবেদন: কবে তাঁকে বোলিং করতে দেখা যাবে? অবশেষে জবাব দিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলতে নামার আগে হার্দিক জানিয়ে দিলেন যে আপাতত তাঁর বোলিং করতে দেখা যাবে না। তবে দলের প্রয়োজনে নক-আউটে তিনি বোলিং করতে পারেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত শ্রীলঙ্কা সফরে মাত্র কয়েক ওভার বোলিং করেছিলেন। তবে আইপিএল-এ তাঁকে বোলিং করতে দেখা যায়নি। স্বভাবতই টি-টোয়েন্টি বিশ্বকাপ (WT20) শুরু হওয়ার আগেই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল। সব ধোঁয়াশা দূরে সরিয়ে হার্দিক বলেন, "মাঝেমধ্যে ব্যথা হলেও আমার পিঠের অবস্থা এখন অনেক ভাল। তাই এই মুহূর্তে বোলিং করতে পারব না। তবে পেশাদার হিসেবে দলকে সাহায্য করা আমার দায়িত্ব। সেই জন্য নক-অউটে বোলিং করব।" 


আরও পড়ুন: WT20: মহারণের আগে কেন হাঁটু মুড়ে প্রতিবাদ জানাল Team India ও Pakistan?


 


২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচ নিয়ে দুই দেশের সাধারণ মানুষ উত্তেজিত হলেও হার্দিক চাপ নিতে নারাজ। তিনি যোগ করলেন, "পাকিস্তানের বিরুদ্ধে আগেও খেলেছি। তাই বাড়তি চাপ অনুভব করছি না। আলাদা ভাবে উত্তেজনা অনুভব করি না। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি। আমার পরিবারের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনই। কারণ আমরা পেশাদার ক্রিকেটার।"  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)