২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা ও ডব্লিউডব্লিউই (WWE) রেস্টলার জন সিনা (John Cena) খবরে থাকবেন না! তা কখনও হতে পারে। সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখেন ৪৬ বছরের ১৬ বারের ডব্লিউডব্লিউই চ্য়াম্পিয়ন। র‌্যাপি মিউজিকে নিজেকে পরখ করার পর এবার জন চলে এলেন অ্যাডাল্ট প্ল্য়াটফর্মে! হ্য়াঁ, ঠিকই পড়েছেন। জন যোগ দিয়েছেন অনলিফ্য়ানসে (OnlyFans)!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Akash Deep: 'একবছরেই বাবা-ভাইকে হারিয়েছি, আমার আর...'! আবেগি আকাশ কৃতজ্ঞ এই বাংলার কাছে


কী এই অনলিফ্য়ানস? অনলি ফ্যানস হচ্ছে লন্ডনের এক ইন্টারনেট কনটেন্ট সাবস্ক্রিপশন সার্ভিস। যেখানে বেশ মোটা টাকা খরচ করেই সাবস্ক্রাইবারদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরকে দেখতে হয়। এখানে মূলত প্রাপ্তবয়স্কদের মনের রসদ মেলে। তাহলে কুস্তি-অভিনয় ছেড়ে কি এবার কামচর্চায় জন? যদি জনের ফ্য়ানরা এমনটা ভেবে থাকেন, তাহলে তাঁরা ভুল করবেন। আসলে শীঘ্রই মুক্তি পেতে চলেছে পিটার ফ্যারেলির পরিচালনায় আমেরিকান অ্যাডাল্ট ড্রামেডি ঘরানার সিনেমা- 'রিকি স্ট্যানিকি'! জনের চরিত্রের নামাই রিকি স্ট্যানিকি। হলিউডের ছবি প্রচারের জন্য় জন বেছে নিয়েছেন বহু চর্চিত অনলি ফ্যানস।


জন তাঁর এক্স (সাবেক ট্যুইটার) একটি ভিডিয়ো পোস্ট করে ক্য়াপশনে রীতিমতো ক্লিক বেইট করেছেন। তিনি লিখেছেন, 'একেবারে অদেখা অবতারে দেখুন আমাকে। সাবস্ক্রিপশন লিংক বায়োতে দেওয়া রইল।' লিংকে ক্লিক করলেই পাওয়া যাচ্ছে রিকি স্ট্যানিকি বায়ো। সেখানে লেখা, 'আপনি রিকি স্ট্যানিকির ভেরিফায়েড অনলিফ্য়ানস অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন। রিকি স্ট্যানিকি বিখ্যাত ছদ্মবেশী, সমাজসেবী, বিনিয়োগ ব্যাংকার, সোশ্যালাইট, ক্যান্সার জয়ী এবং মেথড অভিনেতা। মশালাদার ছবি এবং ভিডিয়ো পেতে সাবস্ক্রাইব করুন!'


তবে রিকি স্ট্যানিকির অ্যাকাউন্টটি একটু আলাদা। অনলিফ্য়ানসের অন্য় অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে সাবস্ক্রিপশন থাকলেই তার হদিশ পাওয়া যায়। অর্থাৎ অর্থের বিনিময়েই দর্শন। তবে রিকি স্ট্যানিকি অ্য়াকাউন্ট ফ্রি। তবে ইউজারের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। তারপর অনলিফ্য়ানসে অ্যাকাউন্ট খুলতে হবে। জনের সিনেমার দু'টি ক্লিপিং আপাতত রয়েছে রিকি স্ট্যানিকি অনলিফ্য়ানস অ্য়াকাউন্টে।
 
 আরও পড়ুন: Dani Alves: ধর্ষণের অভিযোগ প্রমাণিত! দোষী মেসি-নেইমারের বন্ধু, আদালতের নিদানে এরপর কী!

 




(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)