নিজস্ব প্রতিবেদন: আইপিএল স্থগিত হওয়ার পরের দিনেই অর্থাৎ আজ বুধবার নিজেদের দেশে ফিরে এসেছেন ৮ ইংরেজ ক্রিকেটার। জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম বিলিংস, ক্রিস ওকস, মঈন আলি, জেসন রয়, স্যাম কারেন এবং টম কারেনরা আহমেদাবাদ থেকে হিথরোতে এদিন সকালেই পৌঁছে গিয়েছেন। দেশে ফেরার আগে বাটলার তাঁর রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) টিমের তরুণ সতীর্থকে দুরন্ত এক উপহার দিয়ে এসেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টি-২০ ক্রিকেটে বিশ্ববন্দিত নাম বাটলার। বিশ্বকাপ জয়ী উইকেটকিপার-ব্যাটসম্যান তাঁর নিজের কোকাবুরা ব্যাটটা দিয়েছেন যশস্বীকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নায়ককে সেই ব্যাটের ওপর বাটলার লিখে দিয়েছেন, "নিজের প্রতিভা উপভোগ করো যশ, আমার শুভেচ্ছা রইল।" রাজস্থানের হয়ে এই মরসুমে প্রথম চার ম্যাচ প্রথম একাদশে জায়গা পাননি যশস্বী। রাজস্থার চেষ্টা করছিল বেন স্টোকসের বদলে ওপেনিংয়ে মনন ভোহরাকে খেলিয়ে সেট করানোর। কিন্তু ভোহরা দাগ কাটতে না পারায় বাটলারের সঙ্গে যশস্বীকে ওপেন করায় রাজস্থান। শেষ তিন ম্যাচে যশস্বী ৬৬ রান করেন ১৩২-এর স্ট্রাইক রেটে।



গত রবিবার আইপিএল দেখেছিল বাটলারের তাণ্ডবলীলা! আইপিএল কেরিয়ারে প্রথম সেঞ্চুরির করেন তিনি। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৬৪ বলে ১২৪ রানের মারাকাটারি ইনিংস খেলেন ইংল্যান্ডের ভাইস-ক্যাপ্টেন। তাঁর ব্যাটে ভর করেই এদিন রাজস্থান ২২০ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এই ম্যাচ ৫৫ রানে জিতেছিলেন বাটলাররা।


আরও পড়ুন: IPL 2021: 'বাবা বাড়ি এসো', Warner র ছোট্ট মেয়ের আকুল বার্তা চোখে জল আনবে


অন্যদিকে যে ৮ জন ক্রিকেটার এদিন সকালে ইংল্যান্ড ফিরেছেন, তাঁদের সকলকেই সেই দেশের সরকারের বেঁধে দেওয়া হোটেল ১০ দিন নিভৃতবাস কাটিয়েই নিজের ঘরে ফিরতে হবে। তবে এখনও ভারতে অইন মর্গ্যান, ক্রিস জর্ডন ও দাউইদ মালানের মতো বেশ কয়েকজন ক্রিকেটার রয়ে গিয়েছেন। তাঁরা দিন দুয়েক পর ফিরবেন। অবশ্যই তাঁদেরকেও দেশে ফেরানোর ব্যবস্থা করবে বিসিসিআই।