জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত রবিবার পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2022) অভিযান শুরু করেছে ভারত। ভারত-পাক (IND vs PAK) মহাযুদ্ধে ভারতের প্রথম একাদশ দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল। কারণ ঋষভ পন্থকে (Rishabh Pant) বেঞ্চে রেখে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) থিঙ্ক-ট্যাঙ্ক দীনেশ কার্তিক (Dinesh Karthik) নিয়ে দল সাজিয়েছিল। ঋষভ তিন ফরম্যাটেই ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার। কুড়ি ওভারের ফরম্যাটে ঋষভ একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) ম্যাচের পর এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে, কেন পন্থের বদলে কার্তিক খেললেন! এই প্রশ্নের উত্তরে জাড্ডু যা বলেছেন, তা প্রায় ভাইরাল হয়ে গিয়েছে। জাদেজা হাসতে হাসতে বলেন, 'আমি এই ব্যাপারে একেবারেই জানি না। এটা আমার বইয়ের বাইরের প্রশ্ন!'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত-পাক ম্যাচে রোহিত টস জিতে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন বাবর আজমদের। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৪৭ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তানের ইনিংস। দলের তারকা পেসার ভুবনেশ্বর কুমার একাই তুলে নেন চার উইকেট, হার্দিক পাণ্ডিয়া নিয়েছিলেন তিন উইকেট। দু'টি উইকেট পান অর্শদীপ সিং। এক উইকেট আসে আবেশ খানের ঝুলিতে। ভারতীয় দলের বোলাররা মূলত শর্ট বলেই পাকিস্তানকে পেড়ে ফেলেছিল দুবাইয়ে।


পাকিস্তানের এই রান তাড়া করতে নেমেছিলেন রোহিত ও কেএল রাহুল। কিন্তু রাহুল প্রথম বলেই ক্লিন বোল্ড হয়ে যান। নাসিম শাহর বলে তাঁর উইকেট ছিটকে যায়। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। রোহিতের সঙ্গে ভারতকে এগিয়ে নিয়ে যাওযার কাজটা কোহলি কিন্তু বেশ ভাল ছন্দেই শুরু করেছিলেন। রীতিমতো আত্মবিশ্বাসী দেখাচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ককে। কিন্তু রোহিত ধীর গতিতে শুরু করে যখন টেম্পোটা ধরেছিলেন, তখনই ভুলটা করে ফেলেন তিনি। একটি ছক্কা হাঁকানোর পর ফের তুলে খেলতে গিয়ে রোহিত মহম্মদ নাওয়াজের বলে ইফতিকার আহমেদের হাতে ক্যাচ তুলে দেন। 



এরপর কোহলিও ফের শিকার হন নাওয়াজের। ৩৪ বলে ৩৫ করে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক। এরপর ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। পাঁচে নামা সূর্যকুমার যাদব (১৮ বলে ১৮) প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। এরপর হার্দিক পাণ্ডিয়া-জাদেজার যুগলবন্দি ভারতকে জয়ের রাস্তায় নিয়ে যায়। তাঁরা ২৯ বলে ৫২ রান যোগ করেন স্কোরবোর্ডে। শেষ ওভারে ভারতের জয়ের জন্য় প্রয়োজন ছিল ৭ রানের। কিন্তু নাওয়াজের প্রথম বলেই ক্লিন বোল্ড হয়ে যান জাদেজা। ২৯ বলে ৩৫ রান করে ওই অবস্থায় ফিরে যেতে হয় জাদেজাকে। তবে হার্দিক যেন এমএস ধোনি হয়ে ওঠেন ম্যাচে। ১৯.৪ নম্বর বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ২৫ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৭ বলে ৩৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে হার্দিক হন ম্যাচের সেরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)