ওয়েব ডেস্ক: একেবারে ঐতিহাসিক ফাইনাল। আজ এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে খেতাব যে জিতবে সেই বছরটা এক নম্বরে শেষ করবে। টেনিসে সাম্প্রতিককালে যা হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পেশাদার টেনিস বছরের সেরা খেলোয়াড়কে নিয়ে আয়োজিত এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল একেবারে চূড়ান্ত লড়াইয়ে পৌঁছে গেল। সেরাদের সেরা নির্ধারণের এই টুর্নামেন্টের আজ ফাইনালে মুখোমুখি অ্যান্ডি মারে- নোভাক জকোভিচ। মারে বা জকোভিচ যে জিতবেন তিনিই বছরটা শীর্ষ স্থানে থেকে শেষ করবেন।


আরও পড়ুন- খেলার সব খবর


বিশ্বের এক নম্বর মারের বিরুদ্ধে জকোভিচ আজ কিছুটা পিছিয়ে থেকেই শুরু করছেন। যদিও জোকার এবারের এটিপি ট্যুর ফাইনালে অসাধারণ খেলছেন। কিন্তু দুজনের লড়াইয়ে এ বছর মারে যেভাবে জ্বলে উঠছেন, তাতে স্কটিশ খেলোয়াড়ের দিকেই বেশি লোক বাজি ধরছেন।


আজ মারে জিতলে তাঁর অসাধারণ বছরটা আরও ভালভাবে শেষ করবেন। অন্যদিকে, এ বছরই এক নম্বর স্থান খোয়ানো জকোভিচ জিতলে বছরের শেষটা সব ভাল দিয়েই করতে পারবেন।


সেমিফাইনালে মারকে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে। মারে হারতে হারতে কোনওমতে ৫-৭,৭-৬,৭-৬ জিতেছেন মালোস রাওনিচের বিরুদ্ধে। অন্যদিকে, জাপানের কেই নিশিকোরিকে সহজেই ৬-১,৬-১ জিতে ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। এবারের এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে খেলার যোগ্যতাঅর্জন করতে পারেননি রজার ফেডরার। যোগ্যতাঅর্জন করলেও চোটের কারণে খেলেননি রাফায়েল নাদাল। গতবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ।