Yashasvi Jaiswal: তরুণ তুর্কির ব্যাটই ভরসা ভারতের! অস্ট্রেলিয়ার মাটিতে যশস্বীর তাক লাগানো ইনিংস...
Yashasvi Jaiswal: খন ২২ গজে উপস্থিত রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট করছেন ৩৪ রান ৬১ বলে। বড় বড় তারকা ব্যাটারদের মাঝে চিরস্মরণীয় ব্যাটিং করে সবাইকে তাক লাগিয়ে দিলেন যশস্বী। মাত্র ২২ বছর তরুণ তুর্কির ব্যাটিং মনে রাখবে পারথে বাইশ গজ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনটি ছয়, পনেরোটি চার, ৫৪.২১-এর স্ট্রাইকরেট। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ভারত-অস্ট্রেলিয়া টেস্টের তৃতীয়দিনে ২৯৭ বলে ১৬১ রান বানিয়ে 'রেকর্ড-ভাঙা' ইনিংস শেষ করলেন ২২ বছরের ভারতীয় দলের স্টার ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ ক্রিকেটারের কাঁধেই ঘুরে দাঁড়াল ভারতের ব্যাটিং। এখন ২২ গজে উপস্থিত রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট করছেন ৩৪ রান ৬১ বলে। বড় বড় তারকা ব্যাটারদের মাঝে চিরস্মরণীয় ব্যাটিং করে সবাইকে তাক লাগিয়ে দিলেন যশস্বী। মাত্র ২২ বছর তরুণ তুর্কির ব্যাটিং মনে রাখবে পারথে বাইশ গজ।
আরও পড়ুন: Mohun Bagan: জামশেদপুরকে উড়িয়ে মগডালে উঠে পড়ল দুরন্ত মোহনবাগান
এই তরুণ ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন বহু নজরকারা রেকর্ড। যেমন যশস্বী ১৫ ম্য়াচে ১১৬১ রান করে ফেললেন ৫৫.২৮-এর গড়ে। এর আগে এই রেকর্ড ছিল বর্তমানে ভারতের কোচ গৌতম গম্ভীরের। বাঁ-হাতি ভারতীয় ক্রিকেটার হিসেবে এক বছরে টেস্টে সর্বাধিক রান করার রেকর্ড ছিল গম্ভীরের। তাঁকেই টপকে গেলেন যশস্বী। পাশাপাশি আরও একটি রেকর্ড ভেঙেছেন তিনি। এক বছরে সর্বাধিক ছয় হাঁকানোর রেকর্ড ছিল ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্য়াকালামকে (Brendon McCullum)। তিনি ২০১৪ সালে মেরেছিলেন ৩৩টি ছয়। যশস্বী ২০২৪ সালে এখনও পর্যন্ত মারলেন ৩৪টি ছয়। যশস্বী বছরের ১২তম টেস্টে ইংল্যান্ডের টেস্ট দলের কোচকে টপকে গেলেন। জীবনের প্রথম বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচে সেঞ্চুরি থেকে দুটি রেকর্ড। বলা চলে সব মিলিয়ে শুরু উজ্জ্বল ভবিষ্যতের পথ চলা।