ওয়েব ডেস্ক: অলিম্পিক শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আর এবারের অলিম্পিক শুরু হওয়ার আগেই রীতিমতো তারকা বনে গিয়েছে নেপালের সাঁতারু গৌরিকা সিং! কারণ, এবারের রিও অলিম্পিকের সবথেকে কমবয়সী প্রতিযোগী সে-ই! কারণ, তার বয়স মাত্র ১৩ বছর! হ্যাঁ, ১৩ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কে বলে পোকেমন খারাপ? পোকেমন মানুষের থেকেও বড়


ঠিক ১৩ বছর ২৫৫ দিনের গৌরিকা বলছে, 'এতে এত আনন্দ পাওয়ার কিছু নেই। আমি ছোট তাতে কী হয়েছে? আমাকে আনন্দ করতে গেলে পদকটা জিততে হবে।' নেপালের ভয়ঙ্কর ভূমিকম্পের কথা ভাবলে আজও শিউরে ওঠে এই সাঁতারু। কাঠমাণ্ডুর একটি পাঁচতলা বাড়িতে থাকতো তাঁরা। কিন্তু আফটার শকের সময় কীভাবে মা আর দাদার সঙ্গে টেবলের তলায় প্রাণ বাঁচাতে লুকিয়ে থাকতো তারা, সেটা ভাবলে আজও গায়ে কাঁটা দেয় গৌরিকার। কাজানে বিশ্বচ্যাম্পিয়নশিপে চার-চারটে পদক জিতেছে সে। এবার তার আশা অলিম্পিক থেকেও দেশের জন্য পদক জিততে পারবে গৌরিকা।