নিজস্ব প্রতিবেদন : ৩৭ বছর বয়স তাঁর। কে বলবে! এই বয়সেও ফিটনেসের চূড়ান্ত পর্যায় না থাকলে কিন্তু এমন ক্যাচ ধরা যায় না। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ইউসুফ পাঠান যা ক্যাচ ধরলেন, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। গোয়া বনাম বরোদার ম্যাচ চলছিল। ১৯ নম্বর ওভারের পঞ্চম বলে পাঠান দুর্দান্ত একখানা ক্যাচ ধরেন। যা নিয়ে এখন ভারতীয় ক্রিকেট সার্কিটে আলোচনা চলছে। ইউসুফের সেই ক্যাচ ধরার ভিডিয়ো শেয়ার করলেন তাঁর ভাই ইরফান পাঠান। তিনি লিখলেন, এটা কি কোনও পাখি নাকি! না ইউসুফ পাঠান। দারুন ক্যাচ নিলে লালা। প্রি-সিজনে তোমার কঠিন পরিশ্রম কাজে দিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন-  ছিলেন পর্ন তারকা, হয়ে গেলেন আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার!




ইরফানের সেই ভিডিয়ো দেখে আবার মন্তব্য করলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। তিনি লিখলেন, দারুণ ক্যাচ। ইয়ে পাঠান কে হাত হ্যায় ঠাকুর! এর পর ইরফান মজা করে তাঁকে লিখলেন, ঠিকই বলেছ। পাঠানদের হাতে যাদু আছে। এদিন গোয়া ম্যাচটা জিতে নিয়েছে। পাঠান যখন এমন দুরন্ত ক্যাচ ধরলেন তখন গোয়া জেতার মুখে দাঁড়িয়ে। এই ম্যাচে পাঠান দুরন্ত ক্যাচ ধরলেও ব্যাট হাতে খাতা খুলতে পারেননি। উল্লেখ্য, এই ম্যাচে বরোদা প্রথমে ব্যাটিং করে ১৪৯ রান তুলেছিল। গোয়া ম্যাচটা জিতে নেয় চার উইকেটে। গোয়ার সুয়শ প্রভুদেশাই ৬০ রান করেন। গোয়া এবার খেলবে কর্নাটকের বিরুদ্ধে।