ওয়েব ডেস্ক: পরীক্ষায় ফেল করলেন অথচ পরের ক্লাসে উঠিয়েও দেওয়া হল। হ্যাঁ। ইউসুফ পাঠানকে নিয়ে বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্তে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। বিসিসিআইয়ের প্রকাশিত প্রেস বিবৃতিতে বলা হয়, "ডোপ নীতি লঙ্ঘন করায় ইউসুফ পাঠানকে সাসপেন্ড করা হয়েছে। মিস্টার পাঠানের শরীরে এমন কিছু নিষিদ্ধ উপাদান মিলেছে যা সচরাচর কফ সিরাপে পাওয়া যায়।" তবে বোর্ডের এই 'সাসপেনশন'-এর পরও আইপিএল খেলতে কোনওরকম অসুবিধা হবে না এই প্রাক্তন নাইট তারকার। এনডিটিভি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নয়া মরশুমে আইপিএল খেলতে পারবেন ইউসুফ পাঠান। এমনকী জানুয়ারির ২৭-২৮ অনুষ্ঠিত হতে চলা আইপিএল নিলামেও উঠবেন এই অলরাউন্ডার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বোল্টের গতিতে ১২ হাজার ছুঁলেন কুক, হারালেন সচিনকেও


বোর্ডের সিদ্ধান্ত জানার পর পাঠান ঘনিষ্ঠদের অনেকেই বলছেন, "তিনি এমন কোনও ওষুধ নিয়েছেন যেখানে বোর্ড নিষিদ্ধ কিছু উপাদান মজুত ছিল। কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ীই ওই ওষুধ নিয়েছেন তিনি। পাঠান জানতেন না, তিনি যে ওষুধ নিচ্ছেন তা নিষিদ্ধ।" 


আরও পড়ুন- ব্যাটিং বিপর্যয়ে বিদ্ধ বিরাটরা, প্রোটিয়ার জয় আনল 'ফিনিক্স' ফিলান্দের


ডোপ পরীক্ষায় ফেল করার পর ইউসুফ পাঠান জানিয়েছেন, "আমার আরও সচেতন থাকার দরকার ছিল। বিসিসিআইয়ের অ্যান্টি-ডোপিং হেল্পলাইন থেকে নিষিদ্ধ ওষুধ সম্পর্কে জেনে নেওয়া উচিত ছিল।"  


আরও পড়ুন-  অ্যাসেজে 'মৃত্যু' ইংলিশ ক্রিকেটের, ছাই নিয়ে বিজয় উল্লাস অস্ট্রেলিয়ার


উল্লেখ্য, বিগত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন বরোদার এই অলরাউন্ডার। এবার অবশ্য তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। যদিও রাজস্থান রয়্যালসের হয়েই আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন এই ডান হাতি 'হার্ড হিটার'। ভারতের হয়ে ইউসুফ পাঠান খেলেছেন ৭৯টি ম্যাচ। যার মধ্যে ২০১১ সালের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন ইউসুফ।