নিজস্ব প্রতিবেদন: চলতি মরসুমের রঞ্জিতে পঞ্জাবের দলে থাকলেও মাঠে নামেননি যুবরাজ সিং। পাঁচ ম্যাচের চারটিতেই ২২ গজের বাইরে থেকেছেন ভারতের এই তারকা বাঁ হাতি ক্রিকেটার। কেবলমাত্র বিধর্ভের বিরুদ্ধেই পঞ্জাবের হয়ে খেলেন যুবি। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে যুবরাজের রান মাত্র ৬২ (প্রথম ইনিংসে ২০, পরের ইনিংসে ৪২)। হতশ্রী এই পারফর্ম্যান্সের পর কেন রঞ্জি না খেলে ন্যাশনাল অ্যাকাডেমিতে সময় দিচ্ছেন যুবরাজ সিং, এই নিয়ে প্রশ্ন তুলল বিসিসিসাই। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ আধিকারিকদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ফিটনেসে কোনও সমস্যার কথা না জানালেও যুবরাজ সিং কেন রয়েছেন অ্যাকাডেমিতে? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিদ্যুত্ গতিতে রান নিতে বোল্টের শরণাপন্ন অজি ক্রিকেটাররা


বিসিসিআই কর্তারা আরও একধাপ এগিয়ে দাবি করেছেন, ইয়ো-ইয়ো টেস্ট পাশ করতেই ন্যাশনাল অ্যাকাডেমিতে বুঁদ হয়ে রয়েছেন যুবি। উল্লেখ্য, ভারতীয় দলে ঢুকতে হলে যেনতেন প্রকারেই হোক, এই পরীক্ষা পাশ করতেই যুবরাজকে। এর আগে একবার এই কঠিন পরীক্ষায় ফেল করেছেন যুবরাজ। এবার তাই কোনও চান্স নিতে চাইছেন না এই তারকা ক্রিকেটার। 


ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকে আবার মনে করেছেন, আসন্ন আইপিএল মরসুমের জন্য ফিটনেস বাড়াতেই ন্যাশনাল অ্যাকাডেমিতে রয়েছেন যুবরাজ। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে ভাল পারফর্ম্যান্সই যে তাঁকে জাতীয় দলে ফেরাতে পারে, একথা ভালই জানেন যুবি। তাই ন্যাশনাল অ্যাকাডেমিতে পড়ে রয়েছেন তিনি। কিন্তু এখানেই আপত্তি বোর্ডের। 


আরও পড়ুন- ওয়ানডে ম্যাচে একাই করলেন ৪৯০ রান! দলের ৬৭৮


পিটিআইকে এক বোর্ডকর্তা জানিয়েছেন, "আমাদের কাছে খবর ছিল, যুবি রিহ্যাবের জন্য অ্যাকাডেমিতে রয়েছেন। পরে জানা যায় তিনি এখানে ফিটনেস ট্রেনিং করছেন। রঞ্জি ট্রফিকে অবহেলা করা উচিত কি না এটা এবার তাঁকেই ঠিক করতেই হবে।"