ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করলেন নির্বাচকরা। একদিনের দল থেকে বাদ পড়লেন যুবরাজ সিং। বিশ্রাম দেওয়া হয়েছে অশ্বিন, জাদেজাকে। চোট সারিয়ে কামব্যাক করেছেন মনীশ পান্ডে,রোহিত শর্মা ও লোকেশ রাহুল। শেষ পর্যন্ত ভারতের একদিনের দল থেকে বাদ পড়লেন যুবরাজ সিং। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যর্থ হওয়ার পর জায়গা হারাতে হল ভারতের এই তারকা ব্যাটসম্যানকে। রবিবার পাল্লেকেলেতে চলতি শেষ টেস্টের দ্বিতীয় দিনের শেষে কোচ,অধিনায়কের সঙ্গে বৈঠকে বসেন শ্রীলঙ্কায় উপস্থিত জাতীয় নির্বাচকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন হার্দিক পাণ্ডিয়ার দুর্দান্ত রেকর্ড, পিছনে ফেললেন কপিল দেবকেও!


এবার বাদ পড়ায় তাই প্রশ্ন উঠছে তাহলে কি নীল জার্সিতে আর খেলতে দেখা যাবে না যুবরাজকে? শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের দলে অবশ্য রয়েছেন এমএস ধোনি। বিশ্রামে অশ্বিন,জাদেজা,সামি ও উমেশ যাদব।  চোট সারিয়ে কামব্যাক করেছেন মনীশ পান্ডে,রোহিত শর্মা ও লোকেশ রাহুল। মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর ও লেগ স্পিনার চহল দলে রয়েছেন। কোহলির ডেপুটি হিসেবে দেখা যাবে রোহিত শর্মাকে।


আরও পড়ুন  বিদেশে প্রথমবার হোয়াইট ওয়াশ করতে কোহলিদের দরকার আর মাত্র নয় উইকেট