নিজস্ব প্রতিবেদন:  সঞ্জয় বাঙ্গারকে সরিয়ে ভারতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করা হয়েছে বিক্রম রাঠোরকে। সেই বিক্রম রাঠোর যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন যুবরাজ সিং। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর আদৌ শেখানোর মতো কিছু আছে কিনা সেই প্রশ্ন তুলে দিলেন যুবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মাত্র ৬টি টেস্ট এবং ৭টি ওয়ান ডে ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেন বিক্রম রাঠোর। ১৯৯৭ সালে তাঁকে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল। সেই বিক্রম রাঠোর বর্তমানে বিরাটদের ব্যাটিং কোচ।



ইনস্টাগ্রাম চ্যাটে যবুরাজ বলেন, "ও (রাঠোর) আমার ভালো বন্ধু। কিন্তু আপনাদের কি মনে হয় টি-টোয়েন্টির যুগে ও ক্রিকেটারদের সাহায্য করতে পারবে? ওদের সাহায্য করবার মতো পর্যায়ে ক্রিকেট কি ও খেলেছে?" বিক্রম রাঠোরকে নিয়ে সংশয় প্রকাশের পাশাপাশি ঘুরিয়ে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীরও সমালোচনা করেছেন যুবি। বলেন, ভারতীয় ক্রিকেটাররা পরামর্শ নেওয়ার মতো কাউকে পাচ্ছে না।



আরও পড়ুন - লকডাউনে ঘরবন্দি! ঘুরে-বেড়ানোর পথ দেখালেন ভারতীয় ওপেনার