নিজস্ব প্রতিবেদন: প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাজিমাত করেছিল ধোনির ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস গড়ে ছিল টিম ইন্ডিয়া। ২০১১ সালের মতোই ২০০৭ সালেও বিশ্ব জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছটা ছক্কা মারার পাশাপাশি সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০বলে ৭0 রানের দুরন্ত ইনিংস খেলেন যুবি। সেই বিধ্বংসী ইনিংসই ভারতকে ১৫ রানে জয় এনে দেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ইনিংস খেলার ১৩ বছর পর স্মৃতিচারণ করতে গিয়ে যুবরাজ বলেন, তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের পর ব্যাট পরীক্ষা করে দেখেন খোদ ম্যাচ রেফারি!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এমনকি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অস্ট্রেলিয়া কোচ যুবরাজ কে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁর ব্যাটে ফাইবার আছে কিনা!! আইন মেনে সেই ব্যাট দিয়ে খেলা যায় কিনা সেই প্রশ্নও করেছিলেন। পাল্টা উত্তরে তারকা অলরাউন্ডার জানান, ম্যাচ রেফারি তাঁর ব্যাট পরীক্ষা করে গেছেন। এখানেই শেষ নয়, তৎকালীন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টও যুবির ব্যাট নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। তবে সেই ব্যাট যে তাঁর কাছে খুব স্পেশাল ছিল তা জানাতে ভোলেননি যুবরাজ সিং।


 


আরও পড়ুন- আগে করোনার ভ্যাকসিন, তারপর অলিম্পিক; জানিয়ে দিল আইওসি