নিজস্ব প্রতিবেদন: কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে! লকডাউনের মাঝেই বেরিয়ে এল এতদিনের গোপন এক তথ্য। টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা জানিয়ে দিলেন, যুবরাজ সিং নাকি চেয়েছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগের রেকর্ড ভেঙে দিতে পারে একমাত্র হিটম্যানই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে-তে সেওয়াগের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ২১৯ রানই। দু বছর পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা করেছিলেন ২০৯ রান। আর অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হলে রোহিত বলেন, "আমি ডাবল সেঞ্চুরি করে ফিরে আসার পর আমাকে কেউ বলেছিল , আর এক ওভার ব্যাট করতে পারলেই তুমি বীরেন্দ্র সেওয়াগের রেকর্ড ভেঙে ফেলতে।"



রোহিত শর্মা আরও বলেন, "আসলে ড্রেসিং রুমে আমাকে নিয়ে প্রত্যাশা ছিল চরমে। তিন-চার জন চাইছিল যে  আমি আরও ১০-১৫ রান করি। যুবি (যুবরাজ সিং) তাদের মধ্যে একজন ছিল। শিখর ধাওয়ানও ছিল মনে আছে। "



আরও পড়ুন - অনুশীলন শুরুর আগেই করোনার থাবা ইপিএল-এ, আক্রান্ত ছয় ফুটবলার