নিজস্ব প্রতিনিধি : ১২০০ স্কোয়ার ফিট জায়গায় উপর তৈরি হল হাসপাতাল। মানুষের জন্য নয়। উত্তরপ্রদেশের মথুরায় হাসপাতাল হল হাতিদের জন্য। দেশে এই প্রথমবার হাতিদের চিকিত্সার জন্য তৈরি হল হাসপাতাল। সেই হাসপাতালে আহত হাতিরা অত্যাধুনিক চিকিত্সা পাবে। এশিয়ার মোট হাতির অর্ধেকের বাসস্থান ভারত। কিন্তু প্রতি বছর এদেশে বহু হাতি আহত হওয়ার পর বিনা চিকিত্সায় মারা যায়। আহত হাতিদের সঠিক চিকিত্সা দেওয়ার জন্যই মথুরায় চালিু হয়েছে হাসপাতাল। অত্যাধুনিক এই হাসপাতালে হাতিদের চিকিত্সার জন্য থাকছে ডিজিটাল এক্স-রে থেকে শুরু করে লেজার ট্রিটমেন্ট। এছাড়া আলট্রাসোনোগ্রাফি, হাইড্রোথেরাপির ব্যবস্থাও থাকবে। আগ্রার কাছাকাছি এই হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিত্সার ব্যবস্থাও থাকবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বিয়ের পর জীবনের রিমোট হাতছাড়া হয়েছে বিরাটের! অটুট থেকেছে খেয়াল রাখার অঙ্গীকার


দেশে প্রথমবার এমন হাসপাতাল। ফলে পশুপ্রেমীদের কাছে এটা বড় রকমের সুখবর। আর ভারতীয় ক্রিকেট দলে যুজবেন্দ্র চাহ্বল তো পশুপ্রেমী হিসাবেই জনপ্রিয়। তাই স্বাভাভিকভাবেই তাঁর কাছেও মথুরার এই হাসপাতাল তৈরির খবরটা বড়সড় সুখবর। হাতিদের জন্য এত বড় একটা পদক্ষেপ হওয়ায় তাই চাহ্বল নিজের আবেগ চেপে রাখতে পারলেন না। সেই হাসপাতালের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখলেন, ''এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য ওয়াইল্ড লাইফ এসওএস-কে অনেক শুভেচ্ছা। অসুস্থ ও আহত হাতিদের চিকিত্সার জন্য এমন একটা উদ্যোগ প্রশংসনীয়। ওরা এখানে এমার্জেন্সি ভিত্তিতে চিকিত্সা পাবে। তা ছাড়া ওদের প্রতি যত্ন, ভালবাসরও অভাব হবে না বলে আশা করি। এই যত্ন, ভালবাসা ওদের আমাদের কাছে প্রাপ্য। ভারতের প্রথম হাতিদের হাসপাতাল।''


আরও পড়ুন-  অস্ট্রেলিয়াকেই ফেভারিট বলছেন স্টিভ ওয়া!


চাহ্বলের পশুপ্রেম ভারতীয় দলের সবার জানা। এর আগেও চাহ্বল বহুবার পথপশুদের জন্য সরব হয়েছেন। কিছুদিন আগে তিনি এই ব্যাপারে প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। চাহ্বল দাবি করেছিলেন, পথপশুদের উপর অকারণে অত্যাচারের প্রতিবাদ করার সময় এসেছে। পথপশুদের উপর অকারণে অত্যাচার করলে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছিলেন। পথপশুদের উপর অ্যাসিড আক্রমণ বা বিষক্রিয়ার ঘটনা দিনের পর দিন বাড়ছে। এই ধরণের জঘন্য অপরাধের শাস্তি নামমাত্র। চাহ্বল তাই শাস্তির বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তাঁর সেই উদ্যোগ পশুপ্রেমীদের কাছে প্রশংসা পেয়েছিল।