ওয়েব ডেস্ক: নিজের দেশের কোনও বোলারকে কৃতিত্ব নয়। আইসিসির টেস্ট RANKING-এ বোলারদের তালিকায় শীর্ষে উঠে ভারতের প্রাক্তন বোলার জাহির খানকে কৃতিত্ব দিলেন  ব্রিটিশ বোলার  অ্যান্ডারসন। তিনি বলেন দুহাজার সাত সালে ভারত যখন ইংল্যান্ডে এসেছিল সেসময় জাহিরের বিপক্ষে খেলেছিলেন। জাহিরের রিভার্স সুইং একেবারেই খেলতে পারছিলেন না ব্যাটসম্যানরা।


আরও পড়ুন- ঘরোয়া ক্রিকেট লিগকে তিনদিনের করতে চলেছে সিএবি


পাশাপাশি জাহিরের বলের অসাধারণ গতি পরিবর্তনে রীতিমত কুপোকাত হয়েছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা। অ্যান্ডারসনের দাবি জাহিরের এই বোলিং টেকনিক রপ্ত করেই তিনি আজ সফল। এদিকে অ্যান্ডারসনের এই সার্টিফিকেট আগামিদিনে ভারতের বোলিং কোচ হওয়ার দৌড়ে বেশ কয়েকধাপ এগিয়ে দিল জাহিরকে। কারন বিসিসিআইয়ের বোলিং কোচের তালিকায় রয়েছেন জাহির।