Virat Kohli, ZIM vs IND: ফর্মে ফিরতে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবেন `কিং কোহলি`?
ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা চান বিরাট তাঁর হারানো ফর্ম ফিরে পেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলুক। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট শেষ শতরান করেছিলেন ২০১৯ সালে। সব ফরম্যাট মিলিয়ে বিরাট ৭০টি শতরান করেছেন। তবে এর বেশিরভাগ শতরানই এসেছে ৫০ ওভারের ক্রিকেটে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাট-বলের যুদ্ধ থেকে আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে শোনা যাচ্ছে খারাপ ফর্মে থাকায় বিরাট অগাস্ট মাসে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে পারেন। কেরিয়ারে অনেক শিখর ছুঁলেও এই প্রথম জিম্বাবোয়ের বিরুদ্ধে 'কিং কোহলি'-র একদিনের সিরিজ খেলার সম্ভাবনা জোরাল হয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপে শেষবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেছিলেন বিরাট। এর আগে ২০১৩ সালে, জিম্বাবোয়ের বিরুদ্ধে বিরাট শেষ একদিনের সিরিজ খেলেছিলেন।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা চান বিরাট তাঁর হারানো ফর্ম ফিরে পেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলুক। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট শেষ শতরান করেছিলেন ২০১৯ সালে। সব ফরম্যাট মিলিয়ে বিরাট ৭০টি শতরান করেছেন। তবে এর বেশিরভাগ শতরানই এসেছে ৫০ ওভারের ক্রিকেটে।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেন, "আশাকরি এই বিরতি বিরাটকে মানসিকভাবে চাঙ্গা করবে এবং ফর্ম ফিরতে সাহায্য করবে। তবে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়া ফর্মে ফেরা কঠিন হবে এবং সে কারণেই আমরা চাই বিরাট জিম্বাবোয়ের হয়ে খেলুক।"
জিম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের জন্য বিসিসিআই এখনও দল ঘোষণা করেনি। শোনা যাচ্ছে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর হাতেই দায়িত্ব দিতে পারে বিসিসিআই। ভারতের জিম্বাবোয়ে সফর ১৮ অগাস্ট থেকে শুরু হবে। সেখানে তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ম্যাচগুলি হারারেতে আয়োজিত হবে।
ভারত বনাম জিম্বাবোয়ে একদিনের সিরিজের সময়সূচি
১৮ অগাস্ট: হারারেতে প্রথম একদিনের ম্যাচ
২০ অগাস্ট: হারারেতে দ্বিতীয় ম্যাচ
২২ অগাস্ট: হারারেতে তৃতীয় ম্যাচ