নিজস্ব প্রতিনিধি : এমনিতেই দেশজুড়ে তাঁর প্রচুর অনুরাগী। এবার সেই তালিকায় নাম উঠল আরেকজনের। নতুন সেই ফ্যানের ভিডিও হার্দিক পাণ্ডিয়া নিজেই শেয়ার করলেন। পাণ্ডিয়ার সেই নতুন ফ্যান আবার মহেন্দ্র সিং ধোনির পরিবারের একজন। তার নাম জিভা ধোনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  মালয়েশিয়ায় ধসে গেল 'সিন্ধু' সভ্যতা


কিছুদিন আগেই কপিল দেবের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার তুলনা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। আদৌ বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে হার্দিকের তুলনা করা যায় কি না সেটা অন্য প্রশ্ন। তবে জাতীয় দলের জার্সি গায়ে পাণ্ডিয়ার পারফরম্যান্স এর মধ্যেই ক্রিকেটপ্রেমীদের মন কেড়েছে। পাণ্ডিয়ার জাদুতে মোহিত ধোনির ছোট্ট মেয়েও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের পর জিভাকে দেখা গিয়েছে একটি ভিডিওতে। ধোনি-কন্যা তাতে পাণ্ডিয়ার জন্য গলা ফাটাচ্ছে। হার্দিক লিখলেন, ''মনে হচ্ছে নিজের জন্য চিয়ারলিডার পেয়েছি।''


আরও পড়ুন-  ধোনির থেকে শিখছেন পাক ক্রিকেটার


আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ তেও জিতেছে ভারত। পাণ্ডিয়া এই ম্যাচে ১০ বলে ৩২ রান করেছেন। বল হাতে দশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।