নিজস্ব প্রতিবেদন: শান্তিকুঞ্জে ফের ফুটবে পদ্ম? এবার কি বিজেপির পথে শিশির অধিকারী। আগামী ২৪ মার্চ মোদীর সভায় যোগ দেবেন তৃণমূল সাংসদ। জানিয়েছেন ছেলে শুভেন্দুর হয় প্রচারেরও সিদ্ধান্ত নিয়েছেন শিশির। তাঁর দল বদল নিয়ে জল্পনা ছিলই। এবার তা আরও খানিকটা জোরালো হল। এ প্রসঙ্গে  তিনি বলেন, 'কে বলেছে তৃণমূলে আছি? তৃণমূল বলে কোনও দল আছে নাকি?' এ ছাড়াও তিনি বলেন, 'বাবা হয়ে তো চাইব ছেলেই জিতুক।' 


একের পর এক ঘটনায় শিশির অধিকারীর যোগদান নিয়ে জল্পনা ছড়ায়। শুভেন্দুর দল বদলের পর তৃণমূলের একের পর এক সভায় গরহাজির ছিলেন শিশির অধিকারী ও তার পরিবার। গত ১৩ মার্চ অধিকারী বাড়িতে যান লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। দেখা করেন শিশির অধিকারীর (Sisir Adhikari) সঙ্গে। মাছ-ভাতে সারন মধ্যাহ্নভোজ। যদিও জানিয়েছেলেন,'ছেলের পাশে বাবা থাকবেন, এটাই তো স্বাভাবিক।' তবে এও বলেন এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎকার। রাজনৈতিক আলোচনা হয়নি। তবে এই সিদ্ধান্তই প্রত্যাশিত। দল ছাড়লেও কোনও ক্ষতি নেই। পাল্টা জানিয়েছেন তাপস রায়ের।