নিজস্ব প্রতিবেদন:   ডাকঘরে জিরো ব্যালান্সের অ্যাকাউন্ট খুললেই টাকা মিলবে। এই গুজব  ছড়িয়ে পড়তেই কোচবিহারের বিভিন্ন পোস্টঅফিসের সামনে দীর্ঘ লাইন।  ভিড় জমছে ভোর রাত থেকেই ।  সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডাকঘরে লম্বা লাইন


সবে ভোরের আলো ফুটেছে। শীতের আলস্য কাটিয়ে  জাগছে কোচবিহার। অথচ তার অনেক আগে থেকেই হেড পোস্ট অফিসের সামনে লম্বা লাইন। কনকনে ঠান্ডায় ডাকঘর খোলার অপেক্ষায় কয়েকশো মানুষ।



অ্যাকাউন্ট খুললেই টাকা


কেন? লক্ষ্মী লাভের আশায়। জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুললেই নাকি নতুন বছরে টাকা দেবে কেন্দ্রীয় সরকার। এই খবর ছড়িয়ে পড়তেই হেড পোস্টঅফিসের সামনে লম্বা লাইন।


শুধুই গুজব? ছড়ালো কোথা থেকে?


খবরের উত্‍স নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন কাগজে দেখেছেন। কেউ বলছেন লোকমুখে শুনেছেন। যেখান থেকেই ছড়াক না কেন, এই খবরে যে তোলপাড় গোটা জেলা, তা আর বলার অপেক্ষা রাখে না। ভোর থেকে দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জের ডাকঘরেও লম্বা লাইন।