ওয়েব ডেস্ক: একদিনের জ্বরে রোগীমৃত্যু। চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি জেলা হাসপাতালে। প্রতিবাদে মঙ্গলবার রাতে দফায় দফায় বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্তব্যরত ডাক্তার ও নার্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।


জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার বাসিন্দা ওমপ্রকাশ শা। সোমবার রাতে গা-হাত পায়ে যন্ত্রণা নিয়ে ভর্তি হন জেলা হাসপাতালে। ওমপ্রকাশের বন্ধু সূরয রজকের অভিযোগ, ভর্তির প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর প্রথম ডাক্তার তাঁকে দেখতে যান। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। তৃণমূল কাউন্সিলর সন্দীপ মাহাতো ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের দাবি জানান। দেহের ময়নাতদন্ত যাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে হয়, সেই দাবিও জানানো হয়। হাসপাতাল সুপারের বক্তব্য, রোগীর শারীরিক অবস্থা খারাপ ছিল।