নিজস্ব প্রতিবেদন: রাতবিরেতে সাপের উপদ্রব।  কখনও বিছানার ওপর, কখনও খাটের নীচে, কখনও আবার রান্নাঘরে মশলার তাকে- যত্রতত্র ঢুকে পড়ছে সাপ।  গত কয়েকমাস ধরে সাপের উপদ্রবে আতঙ্কিত নাগরাকাটা ব্লকের বাসিন্দারা।  খবরটা কানে গিয়েছিল এলাকার সর্পপ্রেমী সৈয়দ নইম বাবুনের কানে। মঙ্গলবার এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ১০ টা সাপ উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এক রাতে ৩টি গোখরো পিটিয়ে মেরে ছবি পোস্ট ফেসবুকে! রাতেই যুবকের সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা


মঙ্গলবার সকালে নাগরাকাটার বিভিন্ন এলাকায় অভিযান চালান সর্পপ্রেমী সৈয়দ নইম বাবুন।  ১০ টি সাপ উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেন তিনি। এরপর বনকর্মীরা নইম বাবুনকে সঙ্গে নিয়েই গরুমারা জঙ্গলে ছেড়ে দেন।


আরও পড়ুন: অনীক থেকে অ্যানি হয়ে সাত পাকে বাঁধা পড়লেন পুরনো বন্ধু সাগ্নিকের সঙ্গে! তারপর...


উদ্ধার হওয়া১০ টি সাপের মধ্যে ২টি  শংখিনি, ২টি  দাঁড়াস সাপ,২টি গোখরো, টাইগার স্নেক ২টি ও ২টি কালাচ। এই সাপগুলি বিভিন্ন বাড়িতে  ঢুকে পড়েছিল। স্বস্তি পেয়েছে এলাকার মানুষ।