নিজস্ব প্রতিবেদন : বর্ষা মুখ তুলে চাইতেই, টাটকা-তাজা ইলিশ এবার বাঙালির পাতে শুধু পড়ার অপেক্ষা। দিঘা মোহনায় জালে উঠল ১৫ টন ইলিশ। এই মরশুমে প্রথমবার ইলিশের দেখা মিলল দিঘা মোহনায়। রুপোলি শস্যের দেখা মিলতেই মত্স্যজীবীদের মুখে হাসি। খুশি মাছভক্ত বাঙালিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সকাল থেকেই দিঘায় মত্স্যজীবীদের জালে ধরা পড়ে বাঙালির সাধের মাছ। মেঘলা আকাশ, সঙ্গে দিনভর ইলশেগুড়ি বৃষ্টি। আবহাওয়ার যোগ্য সঙ্গত পেতেই জালে পড়তে শুরু করে টন টন ইলিশ। এদিন সকাল থেকে দিঘা মোহনায় প্রায় ১৫ টন ইলিশ ধরা পড়ে।


আরও পড়ুন, কুপ্রস্তাবে 'না', ফেসবুকে ছড়ানো হল ছাত্রীর আপত্তিকর ছবি, পরিণতি মর্মান্তিক


বিপুল পরিমাণে ইলিশ জালে উঠতেই একধাক্কায় অনেকখানি নেমে আসে ইলিশের দাম। দিঘার ইলিশ-বাজারে ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিকোচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। ৫০০ থেকে ৭০০ গ্রামের মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। দিঘার বাজারে এখন ঢেলে বিকোচ্ছে ইলিশ।