নিজস্ব প্রতিবেদন: ‘আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতুহল ভরে৷’ জন্মের ১৫৭ বছর পরও বাঙালির মননে, সাংস্কৃতিক উত্তরাধিকারে একইভাবে প্রাসঙ্গিক কবিগুরু৷ তাই ক্যালেন্ডারে যতই বুধবার বলুক, আজকের দিনটি আসলে 'রবিবার'৷ আজ ২৫ বৈশাখ, রাজ্য গা ভাসিয়েছে রবীন্দ্র আবহে৷ সকাল থেকেই বিভিন্ন এলাকায় অনুষ্ঠান, প্রভাতফেরির মাধ্যমে শুরু হয়েছে কবি প্রণাম৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রবীন্দ্র আবহের কথা বলতে গেলে, প্রথমেই বলতে হয় শান্তিনিকেতনের কথা। আজ সেখানে উত্সবের আমেজ। শান্তিনিকেতনে এবার পঁচিশে বৈশাখে বাড়তি পাওনা রবি ঠাকুরের নিজের গাওয়া গান৷ এদিন উত্তরায়নের শ্যামলী গৃহপ্রাঙ্গনে বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান৷ শান্তিনিকেতন উপাসনাগৃহে বেদের স্তোত্র পাঠ ও রবীন্দ্র সঙ্গীতের মধ্যেদিয়ে গুরুদেবকে স্মরণ করা হয়৷


কথা-গান-কবিতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও আজ রবিস্মরণ সামিল হয়েছেন গুণমুগ্ধেরা৷ প্রভাতী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বহু বিশিষ্ট শিল্পী৷ ভবানীপুরেও রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তির মধ্যমে ২৫ বৈশাখ পালিত হচ্ছে৷