রণজয় সিংহ: এক ১৭বছর বয়সী কিশোরী উধাও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থানা এলাকায়। পুরাতন মালদা পুরসভার ১৮নং ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব কুন্ডুর একমাত্র মেয়ে গত দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। আর তা ঘিরে রহস্যদানা বেধেছে। মালদা থানার নিখোঁজের অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও কোনও হদিস পায়নি পুলিস। সোমবার ভোর ৩টের সময় সিসিটিভির ফুটেজে দেখা গেছে এই কিশোরী পুরুষের পোশাক পরে স্বেচ্ছায় বাড়ি থেকে বেড়িয়ে যাচ্ছে। এইখানেই ধন্দে পড়েছে তদন্তকারী পুলিস কর্তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, West Bengal loksabha election 2024 | Narendra Modi: 'রামনবমীকে রুখে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা করেছে তৃণমূল'!


স্বেচ্ছায় গৃহত্যাগ করলে কেন পুরুষের পোশাক পরে পালিয়েছে। দু’দিন অতিক্রমের পরও কেন কিশোরী এখনও প্রকাশ্যে আসেনি। এমন সব বিষয় খতিয়ে দেখছে মালদা থানার তদন্তকারী পুলিসকর্তারা। যদিও কোনও রকম ক্লু হাতে না পাওয়ায় কপালে ভাঁজ পড়েছে তাদের। উদ্বিগ্ন কিশোরীর পরিবার। নিখোঁজ কিশোরীর নাম নীলাঞ্জনা কুণ্ডু৷ বয়স সাড়ে ১৭ বছর৷ বাবা বিপ্লব কুণ্ডু পেশায় ব্যবসায়ী৷ মা জয়িতা কুণ্ডু সাধারণ গৃহবধূ৷ নীলাঞ্জনা মালদা শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে৷


নিখোঁজ কিশোরীর মা জয়িতা কুন্ডু জানান, সম্প্রতি অত্যাধিক ঈশ্বরভক্ত হয়ে উঠেছিল নীলাঞ্জনা৷ নিজের আলাদা ঘরে বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে সময় কাটাত৷ বাড়ির সবাইকে নিরামিষ খাবার খাওয়ার বার্তা দিয়েছিল৷ পরিবারের সদস্যরা তা মেনে না নেওয়ায় সে বাইরে থেকে নিরামিষ খাবার কিনে খেত৷ রবিবার রাত ২.৫০ নাগাদ সে দোতলা থেকে কাপড় বেয়ে নীচে নেমে উধাও হয়ে যায়৷ নিখোঁজ কিশোরীর বাবা বিপ্লববাবু বলছেন, ‘রবিবার রাত তিনটে নাগাদ ও বাড়ি থেকে চলে যায়। কিন্তু বিষয়টি পরদিন সকালে আমার নজরে আসে৷ মেয়ে একা আলাদা ঘরে ঘুমোত৷ কিছুদিন ধরে নিরামিষ খাবার খাচ্ছিল৷ বাড়ির সবাইকে নিরামিষ খেতে বলছিল৷ এমনকি বাড়িতে রান্নার সব জিনিস পাল্টে দিতে বলছিল৷ এত কিছু একসঙ্গে পাল্টাতে গেলেও বড় খরচের বিষয়৷ তাই মেয়েকে বলেছিলাম, এই মুহূর্তে এত খরচ করা আমার পক্ষে সম্ভব নয়৷ সেকথা শুনে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছিল৷


তিনি আরও বলেন, প্রথমে ভেবেছিলাম, ও নিজের টাকা দিয়েই খাবার কিনে আনছে৷ কিন্তু সন্দেহ হওয়ায় আমি খাবারের দোকানে যায়। জানতে পারি, বাইরের কেউ ইউপিআই করে মেয়ের খাবারের বিল মেটাচ্ছে৷ মেয়ের কাছে কোনও ইউপিআই আইডি নেই৷ আমি ওই আইডি নম্বর নিয়ে আসি৷ আমার সন্দেহ, আমার মেয়ে কোনও চক্রের পাল্লায় পড়েছে৷ সম্প্রতি মালদার আরও এক মেয়ে অর্থাৎ আমার মেয়ের বান্ধবী নিখোঁজ হয়ে গিয়েছে৷ মেয়েকে সুস্থ অবস্থায় ফেরত পেতে চাই৷ পুলিসের কাছে সেই আবেদন রাখছি৷’


এই ঘটনায় ১৪ এপ্রিল স্থানীয় মঙ্গলবাড়ি পুলিস ফাঁড়িতে মেয়ের নামে নিখোঁজের অভিযোগ করেছেন বিপ্লববাবু৷ অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিস৷ মালদা পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানান, নিখোঁজ কিশোরীরে উদ্ধার করতে সমস্ত রকম পদক্ষেপ করা হয়েছে৷ যোগাযোগ করা হচ্ছে জেলা ও রাজ্যের অন্যান্য থানার সঙ্গেও৷ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি৷



আরও পড়ুন, Lok Sabha Election 2024 | Rachna Banerjee: 'গরমে মেক-আপ না করলে স্কিনটা পুড়ে যাবে', প্রচারের ফাঁকে ত্বকের যত্ন রচনার


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)