নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়েছিলেন রতুয়া ১ পঞ্চায়েত সমিতির ১৮ সদস্য। ফলে সংখ্যালঘু হয়ে পড়ে তৃণমূল পরিচালিত রতুয়া ১ পঞ্চায়েত সমিতি। এবার ভোটে শেষ হতেই ওই ১৮ দলত্যাগী তৃণমূল নেতা ঘরওয়াপসি চাইছেন। তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নূরের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অবসরের পর কর্মজীবন নিয়ে খুল্লমখুল্লা স্মৃতিকথা লিখবেন? নিতে হবে মোদী সরকারের অনুমতি 


পঞ্চায়েত নির্বাচনে রতুয়া ১ পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ২৬টি দখল করে তৃণমূল কংগ্রেস। ৪টি আসনে জয়লাভ করে কংগ্রেস। পরে ওই ৪ কংগ্রেস সদস্যও তৃণমূলে যোগ দেন। ফলে বিরোধীশূন্য হয়ে পড়ে পঞ্চায়েত সমিতি। কিন্তু বিধানসভা ভোটের আগেই পঞ্চায়েত সমিতির  ১৮ তৃণমূল সদস্য দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।


এনিয়ে রতুয়া ১ পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার বলেন, ভুল করে বিজেপিতে গিয়েছিলাম। এখন বুঝতে পেরেছি। আবার তৃণমূলের ফিরতে চাই। তাই জেলা সভানেত্রী ও বিধায়কের কাছে আবেদন জানিয়েছি।


আরও পড়ুন-সেনা আবাসনে পড়ুয়াদের থাকার বন্দোবস্ত! শিলিগুড়িতে চাকরি প্রতারণার অভিযোগে গ্রেফতার ২  


বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভানেত্রী মৌসুম বেনজির নূর বলেন, ১৮ জন সদস্য দলে ফিরতে চেয়ে আবেদন করেছেন। দলীয় স্তরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্ত বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে।


অন্যদিকে, জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ভয় দেখিয়ে তৃণমূল ওই কাজ করছে। আমরা কাউকে জোর করে ধরে নিয়ে আসিনি। জোর করে ধরে রাখতেও চাইনা। তবে বিজেপিতে থাকলে সম্মানের সাথে ওরা কাজ করতে পারতেন।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)