নিজস্ব প্রতিবেদন: ফের গণপিটুনির জের উত্তপ্ত মেখলিগঞ্জ। চোর সন্দেহে দুই যুবককে ঘিরে বেধড়ক মারধর করল উত্তেজিত জনতা। এবার ঘটনাস্থল মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস সূত্রে খবর, নিগৃহীত দুই যুবকের নাম জয়দেব মন্ডল ও নীলু মন্ডল। দুজনেই মাথাভাঙা মহকুমার ক্ষেতী ফুলবাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল এদিন। হঠাৎই একটি বাড়িতে প্রবেশ করলে তাদের চোর সন্দেহে পাকড়াও করে মারতে  শুরু করে দেয় উত্তেজিত জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিস।


আরও পড়ুন; প্রেমে ব্যর্থ, আত্মঘাতী প্রেমিক! প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রেমিকা


 দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চুরি করতে নাকি অন্য কিছুর জন্য গণপিটুনীর শিকার ওই যুবক তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে গণ পিটুনি রুখতে ইতিমধ্যেই এলাকায় মাইকিং করে প্রচার থেকে শুরু করেছে পুলিস। এই নিয়ে যাত্রাও হচ্ছে গ্রামে গ্রামে। তারপরও কেন মানুষ নিজের হাতেই আইন তুলে নিচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।