ওয়েব ডেস্ক: ইলেকট্রিক শক খেয়ে ১ বালক ও বালিকার মৃত্যু ঘিরে ফুঁসছে অশোকনগরের সেনডাঙার আনন্দপাড়া এলাকা। শিয়াল-কুকুরের হাত থেকে মুরগি বাঁচাতে গোটা ফার্ম ২২০ ভোল্টের বিদ্যুত্‍বাহী তার দিয়েছিল ঘিরে রেখেছিল খামার মালিকরা। গতকাল বিকেলে সেখানে খেলতে গিয়ে তারের কাছে চলে যেতেই দুর্ঘটনা। মৃত্যু হয় শুভমিতা সিল ও অরূপ বিশ্বাস নামে বালক-বালিকার। গুরুতর আহত হয় গণেশ বিশ্বাস নামে এক বালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষুব্ধ মানুষজন পোল্ট্রি মালিকদের ঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। তাঁদের দাবি,  আগেও হুকিং করে বিদ্যুত্‍ টানার অভিযোগ ছিল পোলট্রি মালিকদের বিরুদ্ধে। কিন্তু প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। কীভাবে জনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি ফার্ম বিদ্যুত্‍বাহী তার দিয়ে ঘেরা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। ঘটনার পর থেকে অভিযুক্ত ফার্ম মালিক পরিতোষ শীল, অভিজিত্‍ বিশ্বাস এবং রীনা বিশ্বাস পলাতক।


মেদিনীপুর শহরের কেরানিতলায় একটি বাড়ি থেকে মাদক উদ্ধার করল পুলিস