নিজস্ব প্রতিবেদন:  জলে ভাসছে ছোটো ছোটো দুটো ছেলে-মেয়ে। একে অপরের হাত ধরা। দৃশ্য দেখে প্রথমটায় গ্রামবাসীরা ভেবেছিলেন হয়তো পুকুরে সাঁতার কাটছে তারা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে তাঁদের। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন পাথরপ্রতিমার দক্ষিণ গোপালনগরের বাসিন্দারা। স্কুলে যাওয়ার আগে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল ভাই-বোনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আউশগ্রামে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে গ্রেফতার ৫


পাথরপ্রতিমার দক্ষিণ গোপাননগরের বছর এগারোর শুভঙ্কর গিরি ও বছর আটের নীতু গিরি খুড়তুতো ভাইবোন। প্রতিদিন একসঙ্গেই স্কুলে যায় তারা। স্কুলে যাওয়ার আগে গ্রামেরই পুকুরে স্নান করতে যায় শুভঙ্কর ও নীতু। শুক্রবার সকালেও তারা পুকুরে যায়। কিন্তু দীর্ঘক্ষণ না আসায় বাড়ির লোক খোঁজ শুরু করেন। পুকুরের ধারে গিয়েও তাঁদের দেখতে না পাওয়ায় জলে নেমে খোঁজ শুরু করেন তাঁরা। তখনই ভাই-বোনের দেহ ভেসে ওঠে জলে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুভঙ্কর তার বোন নীতুর হাত ধরে ছিল। সেই অবস্থাতেই তাদের উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে নীতু জলে ডুবে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়েই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।