ওয়েব ডেস্ক: পুলিসি তত্‍পরতায় দেহ ব্যবসার চক্র থেকে রক্ষা পেল ২ কিশোরী। মহিষাদলের হোটেল থেকে তাদের উদ্ধার করল জয়নগর থানার পুলিস। গত ২৫ জুলাই নিমপীঠ এলাকা থেকে ২ কিশোরীকে দিঘা নিয়ে যাওয়ার নাম করে রওনা হয় জনৈক আবির গাজি। অভিযোগ, মহিষাদলের একটি হোটেলে নিয়ে গিয়ে দুজনকে ৭০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। কিশোরীর বাবার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। মঙ্গলবার রাতে হোটেলে হানা দিয়ে দুজনকে উদ্ধার করা হয়। আবির গাজি ও হোটেল মালিকের খোঁজে তল্লাশি জারি। আরও পড়ুন- অন্তঃসত্ত্বা ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, হাওড়ার ITI কলেজে অবস্থান বিক্ষোভে তৃণমূল ছাত্র পরিষদ