অয়ন ঘোষাল: উড়ালপুলে রেসিং!  উলটে গেল বাইক। গুরুতর আহত ২। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ফের দুর্ঘটনা ঘটল মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে। তদন্তে নেমেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা দিয়েছে,  এদিন সকালে বেশ দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন ওই দুই যুবক। জিনজিরা বাজারের দিকে সম্প্রীতি উড়ালপুলে ওঠেছিলেন তাঁরা।  উড়ালপুলের উপরেও রীতিমতো রেস চলছিল বলে অভিযোগ।


আরও পড়ুন: Mahestala: আত্মহত্যার চেষ্টা? ট্রেন আসার ঠিক আগে পুলিস বাঁচাল মহিলাকে


তারপর? রামপুরে কাছে বাইকে নিয়ন্ত্রণ হারান ওই দুই যুবক। উড়ালপুলের গার্ডরেল ধাক্কা মেরে উলটে যায় বাইক। রক্তাক্ত অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করেন অন্য গাড়ির চালকেরা। তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় এএসআই হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পাঠিয়ে দেওয়া হয় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে।


আরও পড়ুন: Swasthya Sathi Card: পড়ে গিয়ে হাড় ভেঙেছিল কোমরের; একঘণ্টায় মিলল স্বাস্থ্যসাথী, অস্ত্রোপচার হল বৃদ্ধার


মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা ঘটে হামেশাই। চলতি বছর শুরুতে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে মোল্লারগেটের কাছে রাস্তার পাশে বালি ও পাথরের স্তুপে ধাক্কা মেরেছিল একটি বাইকে। মৃত্যু হয়েছিল বাবা, মা ও ছেলের।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)