ওয়েব ডেস্ক: বাংলার ভাগ্যাকাশে ফের মেঘের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে আবার উঁকি দিচ্ছে ২ ঘূর্ণাবর্ত। উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে আবহবিদরা জানিয়েছেন, ওড়িশা-বাংলা সীমানা লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দ্বিতীয়টি রয়েছে অন্ধ্র উপকূলের কাছে। এর প্রবাহে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।


এদিকে, বন্যার জল নেমে গেছে বাঁকুড়ায়। এবার শুরু হয়রানির নতুন অধ্যায়। কোথাও জলের তোড়ে ভেঙে পড়েছে সেতু, কোথাও বসে গেছে রাস্তা। রতনপুরের কাছে ব্রিজ ভেঙে বন্ধ ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়কে যান চলাচল। প্রচুর গ্রামীণ রাস্তা ভেসে গেছে জলের তোড়ে। চরম সমস্যায় বাসিন্দারা। (আরও পড়ুন- পুড়শুড়া শ্রীরামপুরের সবহারা মানুষগুলি প্রাণ হাতে আশ্রয় নিয়েছেন বাঁধের উপর)