নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী। গত ১ দিনে রাজ্য়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৮৯১ ই জন। ২৪ ঘণ্টায় বাংলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা  বেড়ে দাঁড়াল ৭১৭ জন। এখনও পর্যন্ত চিকিত্‍সাধীন ৬,২০০ জন। রাজ্যে করোনায় সুস্থতার হার ৬৬. ২৩ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কলকাতাতেই করোনা আক্রান্তের সংখ্যা ৬৬২২, জেনে নিন আপনার জেলার পরিস্থিতি


 বিশ্ব কোভিড তালিকায় তৃতীয় স্থানের দিকে আরও এগোল ভারত। কোনও মতেই লাগাম দেওয়া যাচ্ছে না এ ক্ষেত্রেও। লাফ দিয়ে দিয়ে বাড়ছে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যের মতোই দেশে রেকর্ড সংক্রমণ। নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৯০৩  জন নতুন করে আক্রান্ত হয়েছেন কোভিডে। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ২৫ হাজার ছাড়াল।


আরও পড়ুন: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ ও অনলাইন কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু বোর্ডের
 


আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৮ হাজার ২১৩ জন প্রাণ হারালেন করোনায় সংক্রমিত হয়ে। আশার আলো বলতে সুস্থতার হার। এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছে প্রায় ৩ লক্ষ আশি ৮০ হাজার মানুষ। সুস্থতার হার ৬০ শতাংশ ছাড়িয়েছে।