নিজস্ব প্রতিবেদন : বেশ খানিকটা এগিয়ে আসছে ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি। শেষ হবে ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার সময়সীমায় কোনও পরিবর্তন হচ্ছে না। দুপুর ১১টা ৪৫ থেকে বেলা ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে ২০১৯ মাধ্যমিক পরীক্ষাসূচি-


১২ ফেব্রুয়ারি, মঙ্গলবার- প্রথম ভাষা
১৩ ফেব্রুয়ারি, বুধবার- দ্বিতীয় ভাষা
১৫ ফেব্রুয়ারি, শুক্রবার- ইতিহাস
১৬ ফেব্রুয়ারি, শনিবার- ভূগোল
১৮ ফেব্রুয়ারি, সোমবার- অঙ্ক
১৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার- ভৌতবিজ্ঞান
২০ ফেব্রুয়ারি, বুধবার- জীবন বিজ্ঞান
২২ ফেব্রুয়ারি, শুক্রবার- ঐচ্ছিক বিষয়


শরীরশিক্ষা,  সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশন পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। প্রসঙ্গত, এদিনই ২০১৮ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছর পাশের হার ৮৫.৪৯ শতাংশ। আগের বছরের ৮৫.৬৫ শতাংশের তুলনায় কিছুটা কমেছে পাশের হার। আরও পড়ুন, মাধ্যমিকে জেলার জয়জয়কার, বেড়েছে মেয়েদের পাশের হার, প্রথম কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ